Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
ভাবার বিষয় হলো, আমার নামের কি কোনো বৈশিষ্ট্য আছে? যেমন; কোনো ব্যক্তির নাম যায়েদ, এই ব্যক্তির নাম যায়েদ হওয়ার মধ্যে তার কী বৈশিষ্ট্য থাকতে পারে? কিছুই না...!! শুধু ছোটবেলায় বাবা-মা তার নাম যায়েদ রেখে দিয়েছিলেন, তাই সেই নামই এখন পর্যন্ত চলছে। কিন্তু উৎসর্গ হয়ে যাই! আমার আক্বা ও মাওলা, মাক্কী মাদানী মুস্তফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানই আলাদা। আল্লাহ পাক প্রিয় صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে অসংখ্য নাম তো দান করেছেনই, এর পাশাপাশি সেই পবিত্র নামগুলোতে আক্বাصَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এমন এমন বৈশিষ্ট্য দ্বারাও সজ্জিত করেছেন যে, আক্বা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর নামের দিক থেকেও অতুলনীয় (Matchless)। আক্বা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় প্রিয় নামগুলোর বৈশিষ্ট্যগুলোই যদি গণনা করা হয়, তবে সেই বৈশিষ্ট্যগুলোই আমাদের জ্ঞান ও বুদ্ধির অনেক ঊর্ধ্বে চলে যায়। উদাহরণস্বরূপ (For Example) আমি আপনাদের সামনে প্রিয় আক্বা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নামগুলোর শুধু একটি বৈশিষ্ট্য উপস্থাপন করছি: অনেক বড় বুযুর্গ কাযী আয়ায মালেকী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন: আমার মাহবুব নবী, রাসূলে হাশেমী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যে অসংখ্য (Countless) নাম রয়েছে, সেই নামগুলোর মধ্যে ৩০টি নাম এমন, যা আসলে আল্লাহ পাকের নাম, কিন্তু আল্লাহ পাক সেই নামগুলো তাঁর মাহবুব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও দান করেছেন। (আল মাওয়াহেবুল লাদুনিয়া, ১/৩৬৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের প্রিয় নামগুলোর মধ্যে ৩০টি নাম এমন যা আসলে আল্লাহ পাকের নাম এবং সেই নামগুলোই