Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

হবে ó মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হবে ó শাফায়াতে কুবরার মর্যাদা তাঁকেই দান করা হবে ó আপন হোক বা পর, আগের হোক বা পরের, সবাই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর খেদমতে উপস্থিত হয়ে শাফায়াতের জন্য আবেদন করবে ó প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করবেন: اَنَا لَهَا অর্থাৎ হ্যাঁ! আমিই এর জন্য (আমাকে সকল জাহানের জন্য রহমত বানানো হয়েছে)।

প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল; رَحْمٰن হলেন আল্লাহ পাক, এই গুণটিও আল্লাহ পাকের, এই নামও আল্লাহ পাকেরই আল্লাহ পাক ছাড়া অন্য কাউকেও رَحْمٰن বলা যায় না, কিন্তু আল্লাহ পাক তাঁর এই গুণাবলীর প্রকাশস্থল তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কে বানিয়েছেন

পবিত্র নাম 'সালাম' এর প্রকাশস্থল

একইভাবে আল্লাহ পাকের আসমাউল হুসনার মধ্যে একটি প্রিয় নাম হলো اَلسَّلاَمُ, এর অর্থ হলো: শান্তি প্রদানকারী আল্লাহ পাক তাঁর এই পবিত্র নামের প্রকাশস্থল তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কেও বানিয়েছেন চিন্তা করুন! আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর দুনিয়াতে তাশরীফ আনার পূর্বে সম্প্রদায়গুলোর উপর আযাবও আসত ó গুনাহগারদের চেহারা বিকৃত করে দেওয়া হতো ó তাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হতো
ó ভূমিকম্প (Earth Quakes) দ্বারা নাড়িয়ে দেওয়া হতো ó ঝড় (Storms) দ্বারা উড়িয়ে দেওয়া হতো কিন্তু যখন রহমতে দোজাহান, মাক্কী মাদানী সুলতান صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  দুনিয়ায় খোদার নাম اَلسَّلاَمُ এর