Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

দ্বারাও সজ্জিত করেছেন ó আল্লাহ পাকের আসমাউল হুসনা, অর্থাৎ প্রিয় প্রিয় নাম, সেগুলোর মধ্যে ৩০টি নাম তো এমন, যা দয়ালূ আল্লাহ হুবহু সেই নামগুলোই তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কে দান করেছেন ó তারপর আল্লাহ পাকের যে ৯৯টি আসমাউল হুসনা রয়েছে, আল্লাহ পাক সেই ৯৯টি পবিত্র নামের প্রকাশস্থল (অর্থাৎ পূর্ণাঙ্গ নমুনা) তাঁর প্রিয়মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কে বানিয়ে দিয়েছেন

এগুলো প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর প্রিয় নামগুলোর কয়েকটি বৈশিষ্ট্য ছিল এখন আসুন! আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর কয়েকটি প্রিয় নাম এবং সেগুলোর কিছুটা ব্যাখ্যা শুনে নিই

পবিত্র নাম: مُحَمَّد

আল্লাহ পাক কুরআন করীমে ইরশাদ করেন:

 

وَ  مَا  مُحَمَّدٌ  اِلَّا  رَسُوْلٌۚ

(পারা , আলে ইমরান, আয়াত ১৪৪)     কানযুল ঈমানের অনুবাদ: আর মুহাম্মদ তো একজন রাসূল

 

এই আয়াতে করীমায় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর ২টি মুবারক নাম বর্ণনা করা হয়েছে: (): مُحَمَّد (মুহাম্মদ) (): رَسُول (রাসূল)।

 

مُحَمَّد নাম মুবারকটি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর সবচেয়ে প্রসিদ্ধ, অনেক মর্যাদাবান, বরকতময় নাম এই পবিত্র নামের যদি বিস্তারিত আলোচনা করা হয়, তবে পুরো বয়ানই এর উপর হতে পারে ওলামায়ে কিরাম এই পবিত্র নামের মর্যাদা বরকতের উপর