Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

ó মুশকিলও দূর হয় ó দুনিয়া তো দুনিয়াই, এখানকার মুশকিলের আর গুরুত্ব কী? আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর প্রিয় প্রিয় নামগুলো এমন শানের অধিকারী যে, তাদের বরকতে শুধু দুনিয়ার নয় ó কবরের মুশকিলও দূর হয় ó হাশরের মুশকিলও দূর হয় ó কিয়ামতের ভয়াবহতা থেকেও মুক্তি পাওয়া যায় ó পুলসিরাতের উপর সহজতা নসীব হয় এবং ó আল্লাহ পাকের দয়ায় নামে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর বরকতে গুনাহগাররা ক্ষমার খয়রাত পেয়ে জান্নাতের হকদার হয়ে যায়

প্রিয় নামসমূহের একটি বৈশিষ্ট্য

প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমাদের আক্বা মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  অনেক উচ্চ শানের অধিকারী এটা বাস্তব যে, আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর শান মর্যাদা, তাঁর গুণাবলী উৎকর্ষতা এমন নয় যে, তা গণনা করা যাবে

 

এটা শুধু কাব্যিক অতিরঞ্জন নয়, বরং এটাই বাস্তব আক্বা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর অন্যান্য গুণাবলী উৎকর্ষতার কথা কী বলবো! আল্লাহ পাক তাঁর প্রিয় নবীকে এত বেশি নাম গুণাবলী দান করেছেন যে, আমরা সেই নামগুলো গণনাও করতে পারি না প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর প্রিয় নামগুলো কী কী? এর অর্থ কী? সেই প্রিয় নামগুলো থেকে আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর কী কী শান জানা যায়? এটা তো পরের কথা, ওলামায়ে কিরাম এই বিষয়ের উপর গবেষণা (Research) করেছেন যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর নামের সংখ্যা