Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর পবিত্র দরবারে মকবুলও হয়েছে একজন বুযুর্গ
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আমি এই কিতাবটি পড়ছিলাম, পড়তে পড়তে আমার ঘুম এসে গেল বাহ্যিক চোখ বন্ধ হলো, অন্তরের চোখ খুলে গেল اَلْحَمْدُ لِلّٰه আমি স্বপ্নে প্রিয় নামসমূহের অধিকারী প্রিয় নবী, রাসূলে হাশেমী, মাক্কী মাদানী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর যিয়ারত লাভ করলাম তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এক জায়গায় উপবিষ্ট ছিলেন, সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان তাঁর চারপাশে বৃত্তাকারে বসে ছিলেন اَلْحَمْدُ لِلّٰه আমি আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর কদম মোবারক চুম্বন করার সৌভাগ্য অর্জন করলাম তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  আমাকে তাঁর সেই বরকতময় মজলিসে বসালেন, আমার থেকে তিলাওয়াতও শুনলেন এবং এই কিতাবটি, অর্থাৎ تَذْكِرَةُ الْمُحِبين, যা আমার হাতেই ছিল, এর কয়েকটি পৃষ্ঠাও শুনলেন এরপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  উঠে তাশরীফ নিয়ে গেলেন আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, আনন্দের আতিশয্যে আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল (তাযকিরাতুল মুহীব্বীন ফি আসমায়ে সায়্যিদিল মুরসালিন, পৃষ্ঠা ৪৩)

 

سُبْحٰنَ الله! কত বড় সৌভাগ্যের বিষয়, আল্লাহ পাক যেন আমাদেরকেও স্বপ্নে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর দীদার নসীব করুক

 

জাহান্নামের হকদার জান্নাতী কিভাবে হলো?

প্রিয় ইসলামী ভাইয়েরা! এই প্রিয় এবং রিসালাতের দরবারে মকবুল কিতাবের ৫২ নং পৃষ্ঠায় আল্লামা মুহাম্মদ বিন কাসিম রাসসাআ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: বনী ইসরাইলে এক ব্যক্তি ছিল, সে ছিল অনেক বড় গুনাহগার নেকীর দিকে সে কখনো অগ্রসরই হতো না, দিন-রাত কেবল