Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

ব্যানার নিয়ে সামনে সামনে চলবেন, এই বিভাগের বাকি ইসলামী ভাইয়েরা তাদের পেছনে পেছনে মাথা নত করে, মাদানী পতাকা উঁচিয়ে, ঠোঁটে না'তের সুর সাজিয়ে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণভাবে অংশগ্রহণ করবেন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!            صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

জশনে বিলাদতের খুশিতে রোযা রাখুন!

প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় আক্বা, মাক্কী, মাদানী মুস্তাফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর আমলকে পালন করে জশনে বিলাদত এর খুশিতে রোযাও রাখবেন

মনে রাখবেন! এটি নফল রোযা, যার পক্ষে সম্ভব, শরীর সঙ্গ দিলে রোযা রেখে নেওয়া উচিত হাদীস শরীফে আছে: যে ব্যক্তি সাওয়াবের আশায় একটি নফল রোযা রাখল, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে ৪০ বছরের দূরত্বের সমান দূরে সরিয়ে দেবেন (জমউল জাওয়ামেয়ে, /১৯০, হাদীস ২২২৫) মু'জামুল কবীরের বর্ণনায় রয়েছে: যে ব্যক্তি একটি নফল রোযা রাখল, তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হবে, যার ফল ডালিম (Pomegranate) থেকে ছোট এবং আপেল (Apple) থেকে বড় হবে, তা মধুর (Honey) মতো মিষ্টি এবং সুস্বাদু হবে, আল্লাহ পাক কিয়ামতের দিন রোযাদারকে সেই গাছের ফল খাওয়াবেন (মুজামু কবীর, ১৮/৩৬৬, হাদীস ৯৩৫)

 

নামায পড়ার উপকারিতা এবং না পড়ার ক্ষতি

প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আমরা জশনে বিলাদত পালনকারীও এবং নামাযীও নামায আমাদের আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর চোখের শীতলতা তাই নামাযের নিয়মানুবর্তিতা