Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

পূর্ণাঙ্গ কিতাব লিখেছেন এখানে সংক্ষেপে এই পবিত্র নাম সম্পর্কে শুধু একটি মাদানী ফুল কবুল করুন!

'মুহাম্মদ' নামের অর্থ

কাযী আয়ায মালেকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর ২টি মুবারক নাম اَحْمَد (আহমদ) এবং مُحَمَّد (মুহাম্মদ) উভয়ই حَمْد (হামদ) থেকে উদ্ভূত এবং এগুলোতে প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর ২টি শানের বর্ণনা রয়েছে اَحْمَد (আহমদ) এর অর্থ হলো: أَجَلٌ مَنْ حَمِدَ অর্থাৎ (আজ পর্যন্ত আল্লাহ পাকের যারাই প্রশংসা করেছে, তারা মানুষ হোক, জ্বিন হোক, ফেরেশতা হোক, আসমান জমিনে থাকা কোনো সৃষ্টি হোক, গাছ, পাতা, জীবজন্তু, চতুষ্পদ, সবকিছুই আল্লাহ পাকের حَمْد (প্রশংসা) বর্ণনা করে, তাদের সকলের মধ্যে) সবচেয়ে বেশি আল্লাহ পাকের حَمْد (প্রশংসা) যে সত্তা করেছেন, তিনি হলেন আমাদের নবী, আহমদে মুজতবা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একইভাবে পবিত্র নাম مُحَمَّد এর অর্থ হলো: أَفْضَلُ مَنْ حُمِدَ অর্থাৎ (আজ পর্যন্ত যাদেরই প্রশংসা করা হয়েছে, যেভাবেই প্রশংসা করা হয়েছে, তাদের মধ্যে) সবচেয়ে বেশি যে সত্তার প্রশংসা করা হয়েছে, তাঁকে مُحَمَّد বলা হয়(কিতাবুশ শিফা, বাবুস সালেস, ১ম অংশ, পৃষ্ঠা ১৭৬)

 

তিনি আরও বলেন: অতএব জানা গেল, সবচেয়ে বেশি حَمْد (প্রশংসা) কারী আমার মাহবুব আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم , জগতে সবচেয়ে বেশি যাঁর প্রশংসা করা হয়েছে, তিনিও আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ,