Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

সবকিছু আলোকিত হয়ে গেল

সাহাবীয়ে রাসূল হযরত মু'আয বিন জাবাল رَضِیَ اللهُ عَنْہُ বলেন: একবার ফজরের নামাযের সময় ছিল, প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   প্রাত্যহিক কর্মের (Routine) পরিবর্তে কিছুটা দেরিতে তাশরীফ আনলেন, ফজরের নামায পড়ালেন, তারপর ইরশাদ করলেন: আমি রাতে উঠলাম, নফল আদায় করলাম, নামাযের সময় আমার ঘুম এসে গেল, তখন আমি নিদ্রাবস্থায় আমার আল্লাহ পাককে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখলাম আমি দেখলাম যে, আল্লাহ পাক তাঁর কুদরতের হাত (যেমনটা তাঁর শানের উপযোগী) আমার দুই কাঁধের মাঝে রাখলেন, এমনকি আমি এর শীতলতা আমার বুকে অনুভব করলাম অতঃপর আল্লাহ পাক (তাঁর শানের উপযোগী) কুদরতের হাত আমার বুকে রাখা মাত্রই আমার অবস্থা এমন হলো যে, فَتَجَلّٰی لِىْ كُلُّ شَيْءٍ وَ عَرَفْتُ অতঃপর আমার উপর প্রত্যেক জিনিস প্রকাশিত হয়ে গেল এবং আমি তা চিনে ফেললাম (তিরমিযী, কিতাবুত তাফসীরে কুরআন, পৃষ্ঠা ৭৪৭, হাদীস ৩২৩৫) এক বর্ণনায় রয়েছে: فَعَلِمْتُ مَا فِىْ السَّمٰوٰتِ وَمَا فِىْ الْاَرْضِ অতঃপর আমি জেনে নিলাম যা কিছু জমিনে এবং যা কিছু আসমানে রয়েছে (তিরমিযী, কিতাবুত তাফসীরে কুরআন, পৃষ্ঠা ৭৪৭, হাদীস ৩২৩৫)

 

سُبْحٰنَ الله! এই হলো প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর اُمِّی হওয়ার শান....!! আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  সেই মহান শানের অধিকারী যে, দুনিয়ায় শিখতে নয়, বরং শেখানোর জন্য তাশরীফ এনেছেন তাঁর কয়েক মুহূর্তে অর্জিত হওয়া ইলমের এই অবস্থা যে, জমিন আসমানের প্রত্যেক জিনিস তাঁর নিকট প্রকাশিত হয়ে যায়, তাহলে একটু চিন্তা করুন! পুরো মুবারক জীবনের ইলমে পাকের শান কেমন হবে...!!