Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
سُبْحٰنَ الله! কী শান আমার আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর...!! رَءُوْفও আল্লাহ পাকের নাম, رَحِیْمও আল্লাহ পাকের নাম এবং আল্লাহ পাক তাঁর মাহবুব নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মর্যাদা বৃদ্ধির জন্য এই উভয় নাম আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রদানকরে দিয়েছেন।
رَءُوْف ও رَحِیْم এর অর্থ
প্রখ্যাত মুফাসসিরে কুরআন, মুফতী আহমদ ইয়ার খান নঈমী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: رَءُوْف
এর অর্থ হলো: কষ্ট ও বিপদ দূরকারী এবং رَحِیْم
এর অর্থ হলো: অনুগ্রহকারী এবং কল্যাণকর বস্তু দানকারী। (তাফসীরে নঈমী, পারা ১১, সূরা তাওবা, ১২৮ নং আয়াতের পাদটিকা, ১১/১৫৩) অর্থাৎ আল্লাহ পাক ইরশাদ করেন: আক্বা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মু'মিনদের প্রতি رَءُوْف
ও رَحِیْم, তাহলে জানা গেল, তিনি صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর গোলামদের থেকে মুসিবত দূর করেন, সমস্যায়, পেরেশানিতে, কষ্টে তাদের সাহায্য করেন এবং পাশাপাশি অনুগ্রহ করে তাদেরকে কল্যাণকর বস্তুও প্রদান করেন।
হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: রাসূল করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কুরআন পাকের এই আয়াত তিলাওয়াত করলেন, যেখানে আছে যে, হযরত ঈসা عَلَیْہِ السَّلَام রোজ কিয়ামতে আল্লাহ পাকের দরবারে আরয করবেন:
اِنْ
تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَۚ-وَ اِنْ