Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

হুকুম পালন করে, আল্লাহ পাক তাঁর রহমতে তাদেরকে জান্নাতও প্রদান করবেন এবং জান্নাতে তাঁর দীদারও দান করবেন

 

ó অনুরূপভাবে রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর একটি প্রিয় নাম হলো نذیر অর্থাৎ ভয় প্রদর্শনকারী নবী আমাদের আক্বা মাওলা, মাক্কী, মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ভয় দেখান, কাকে? অমুসলিমদেরকে, অবাধ্যদেরকে, যারা আল্লাহ রাসূলের অবাধ্যতা করে, নেকীর পথ ছেড়ে গুনাহের পথ অবলম্বন করে, নামায পড়ে না, বিনা কারণে রোযা ছেড়ে দেয়, অন্যদের কষ্ট দেয়, সুদী লেনদেন করে, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে, আল্লাহ পাককে ভয় করে না, কুরআন সুন্নাতের বিরোধিতা করে, অমুসলিমদের পথে চলে আমার নবী, প্রিয় নবী, ভালো নবী, সত্য নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, কবর আখেরাতের আযাবের ভয় দেখিয়েছেন এবং এটা খোলামেলা বর্ণনা করে দিয়েছেন যে, রোজ কিয়ামতে অনুগতদের মজা হবে, আর অবাধ্য বান্দারা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত থেকে কষ্টদায়ক আযাবের স্বাদ আস্বাদন করবে

 

আল্লাহ পাকের পানাহ! আল্লাহ পাকের পানাহ...!! হে আল্লাহ পাক! আমাদেরকে তাঁর অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করো

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد