Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর অনন্য ইলম মুবারক

হযরত হুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ সাহাবীয়ে রাসূল ছিলেন, তিনি বলেন: একদিন প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  আমাদের মাঝে দাঁড়ালেন এবং বয়ান শুরু করলেন আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  আমাদের সবকিছু বলে দিলেন, এমনকি কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সমস্ত ঘটনা বলে দিলেন

 

হযরত হুযাইফা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যেমন কোনো ব্যক্তি অনেক পুরনো কোনো পরিচিত ব্যক্তিকে দেখে হঠাৎ অনুভব করে যে, একে আমি কোথাও দেখেছি, তারপর মাথায় একটু জোর দিতেই মনে পড়ে যায়, এই ঘটনার পর আমারও এই অবস্থাই হয়ে গিয়েছিল আমি যখনই কোনো নতুন ঘটনা দেখতাম, তখন মনে হতো এই ঘটনা তো আমি কোথাও শুনেছি, তারপর যখন চিন্তা করতাম, তখন মনে পড়ে যেত যে, হ্যাঁ! সেদিন রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এই বিষয়টিও আমাদের বলেছিলেন (মুসলিম, কিতাবুল ফিতন ওয়া শরাইতিস সাআত, পৃষ্ঠা ১১০৭, হাদীস ২৮৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

তিনটি সুন্দর নাম

প্রিয় ইসলামী ভাইয়েরা! রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর সুন্দর নামগুলোর আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক কুরআন করীমে ইরশাদ করেন:

 

یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّ مُبَشِّرًا وَّ نَذِیْرًاۙ(۴۵)

(পারা ২২, সূরা আহযাব, আয়াত ৪৫)     কানযুল ঈমানের অনুবাদ: হে অদৃশ্যের সংবাদদাতা (নবী) নিশ্চয় আমি আপনাকে