Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

রোজ কিয়ামতে لواء الحمد (অর্থাৎ প্রশংসার পতাকা) তাঁকেই প্রদান করা হবে, মকামে মাহমুদও তাঁকেই প্রদান করা হবে, তারপর রোজ কিয়ামতে সকল পূর্ববর্তী পরবর্তী মানুষেরা প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এরই প্রশংসা করবে রোজ কিয়ামতে প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  আল্লাহ পাকের এমন حَمْد (প্রশংসা) করবেন যে, কখনো কেউ এমন حَمْد (প্রশংসা) করেনি সুতরাং আমার মাহবুব আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  , যাঁকে مُحَمَّد اَحْمَد  বলা যায় (কিতাবুশ শিফা, বাবুস সালেস, ১ম অংশ, পৃষ্ঠা ১৭৭)

 

সকলের আশ্রয়স্থল নাম مُحَمَّد

মাওয়াহিবুল লাদুন্নিয়ায় রয়েছে: আল্লাহ পাক যখন আরশে আযম সৃষ্টি করলেন, তখন আরশের উপর আল্লাহ পাকের জালালিয়্যতের কারণে আতঙ্ক আচ্ছন্ন ছিল, আরশ কাঁপছিল তারপর এর উপর لا اله الا الله লেখা হলো, এতে আরশের আতঙ্ক আরও বেড়ে গেল, আরও কাঁপুনি (Trembling) শুরু হলো এবার এতে مُحَمَّدٌ رَّسُوْلُ الله লেখা হলো রাহমাতুল্লিল আলামীন صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর পবিত্র নামের বরকত এমন ছিল যে, আরশে আযমের সেই ভয়াবহ অবস্থা দূর হয়ে গেল, আরশে আযম প্রশান্তি লাভ করল (মাওয়াবিুল লাদুনিয়া, /৩৮৮)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد