Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

গুনাহের মধ্যেই অতিবাহিত করত তার সারা জীবন এভাবেই গুনাহে কেটে গেল অবশেষে একদিন তার শেষ সময় এসে গেল, হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام তাশরীফ আনলেন, তার রূহ কবয করা হলো এবং এই গুনাহগার বান্দা মৃত্যুর পথ ধরে কবরের সিঁড়ি বেয়ে নেমে গেল মৃত্যুর পর কেউ তাকে স্বপ্নে খুব ভালো অবস্থায় দেখল অবাক হয়ে জিজ্ঞেস করল: এই সৌন্দর্য মহিমা, এই রূপ সাজসজ্জা, এই উচ্চ মর্যাদা তুমি কিভাবে পেলে? তুমি তো অনেক গুনাহগার ছিলে? সে বলল: (হ্যাঁ! আমি সত্যিই অনেক গুনাহগার ছিলাম, কিন্তু) একদিন আমি তাওরাত শরীফ খুললাম তাতে আল্লাহ পাকের মাহবুব নবী, মুহাম্মদ বিন আব্দুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর পবিত্র নাম, তাঁর প্রিয় প্রিয় গুণাবলী দেখলাম তখন ভালোবাসার আতিশয্যে আমি তাঁর পবিত্র নাম চুম্বন করে মাথায় রাখলাম শুধু মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর নামের এই আদবের বরকতে আল্লাহ পাক আমার উপর দয়া অনুগ্রহ করেছেন এবং আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন!

(তাযকিরাতুল মুহীব্বীন ফি আসমায়ে সায়্যিদিল মুরসালিন, পৃষ্ঠা ৫২)

 

سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! কী শান আমার মাহবুব নবী, মাক্কী মাদানী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর...!! اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  মুশকিল কুশাও (বিপদ মোচনকারী) বটে, ó প্রয়োজন পূরণকারীও বটে, ó বালা-মুসিবত দূরকারীও বটে এগুলো তো আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর শান, اَلْحَمْدُ لِلّٰه আমাদের দয়ালু প্রতিপালক তাঁর প্রিয়তম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর পবিত্র নামকেও এই মর্যাদা দান করেছেন যে, ó তাঁর প্রিয় নামের উসিলায় চাহিদাও পূরণ হয়