Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করেছেন, এমনকি আমাদের আক্বা ও মওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেও তাঁর জশনে বিলাদত পালন করতেন, বরং আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তো বছরে একবার নয়, প্রত্যেক সপ্তাহে অর্থাৎ প্রত্যেক সোমবার রোযা রেখে তাঁর জশনে বিলাদত পালন করতেন।
আসুন, আমরা নিয়্যত করি যে, আমরাও اِنْ
شَآءَ الله ধুমধামের সহিত জশনে বিলাদত পালন করব। জশনে বিলাদত এর খুশিতে ভালো, পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় পরব, তৈরি হয়ে জুলুসে মিলাদেও অংশগ্রহণ করব, আক্বা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগমনের স্লোগানও দেব এবং اِنْ
شَآءَ الله দুনিয়াকে জানিয়ে দেব যে, আমাদের অনন্য ও অতুলনীয় আক্বা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জশনে বিলাদত। اَلْحَمْدُ
لِلّٰه আমরা এতে মনেপ্রাণে খুশিও এবং আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞও।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা اِنْ شَآءَ الله জুলুসে মিলাদেও খুব ধুমধামের সহিত অংশগ্রহণ করব ó জুলুসে মিলাদে গাড়ি/ মোটরসাইকেল/ পায়ে হেঁটে সবভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি (Preparation) সহকারে অংশগ্রহণ করা হবে ó জুলুসে মিলাদে শৃঙ্খলা (Discipline) রক্ষা করুন! ó ১২ রবিউল আউয়ালের দিন যোহরের নামাযের পর থেকে আসর পর্যন্ত জুলুসে মিলাদে যিম্মাদার ও বিভাগের ইসলামী ভাইয়েরা মারহাবা ইয়া মুস্তফা স্লোগান দিতে দিতে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন ó বিভাগের দু’জন ইসলামী ভাই নিজেদের বিভাগের