Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
দেখেছেন যে, শিশুরা যখন কথা বলা শুরু করে, জিনিসপত্র দেখা ও বোঝা শুরু করে, তখন সে অনেক প্রশ্ন করে। বাবা! এটা কী? বাবা! ওটা কী? আব্বু! এই জিনিসটাকে কী বলে? আব্বু! ওই জিনিসটা কী কাজ করে? এভাবে শিশুরা অনেক প্রশ্ন করে, কখনো কখনো তো এক নিশ্বাসে অনেকগুলো প্রশ্ন (Questions) করে ফেলে। এটা এই বিষয়েরই প্রমাণ যে, এই দুনিয়ায় প্রত্যেকের স্বভাবের মধ্যেই শেখা রাখা হয়েছে। যে-ই দুনিয়ায় আসে, সে এখানে এসে শেখার ও বোঝার চেষ্টা করে। কিন্তু উৎসর্গ হয়ে যাই! এই আমার ও আপনার আক্বা, অনন্য ও অতুলনীয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনন্য স্বভাবের যে, আল্লাহ পাক তাঁর মুবারক স্বভাবের মধ্যে শেখা নয়, বরং শেখানো রেখেছেন।
আমার আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বদিক থেকে অতুলনীয়
! اَللهُ اَكْبَرُ কী শান আমার আক্বা ও মাওলা, মাক্কী মাদানী মুস্তফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর, আল্লাহ পাক তাঁকে অসংখ্য শান প্রদান করেছেন এবং প্রত্যেক শানেই তাঁকে অনন্য ও অতুলনীয় রেখেছেন ó আল্লাহ পাক তাঁকে মানুষ বানিয়েছেন তো অতুলনীয় মানুষ বানিয়েছেন ó আল্লাহ পাক তাঁকে নবী বানিয়েছেন তো সকল নবীদের সরদার বানিয়েছেন ó আল্লাহ পাক তাঁকে নূর বানিয়েছেন তো নূরের সৃষ্টি আরও আছে, ফেরেশতারা সবাই নূরের সৃষ্টি। কিন্তু মি'রাজের ঘটনাটির দিকে একটু দৃষ্টি দিন, এক নূর হলেন হযরত জিবরাঈল عَلَیْہِ
السَّلَام, আরেক নূর হলেন আমার ও আপনার আক্বা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم , সিদরাতুল মুনতাহার স্থানটি আসে, হযরত জিব্রাঈল عَلَیْہِ
السَّلَام আরয করেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ
عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! এখান থেকে এক চুল পরিমাণও যদি সামনে অগ্রসর হই, আমার ডানা