Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

প্রকাশস্থল হয়ে তাশরীফ নিয়ে আসলেন, তখন সম্প্রদায়গুলোর উপর সমষ্টিগত আযাব আসা বন্ধ হয়ে গেল (আল হাকীকাতুল মুহাম্মদীয়া, আল কিসমুস সানি, পৃষ্ঠা ১৭৪) ó এমনকি একবার অমুসলিমরা নিজেরা আল্লাহ পাককে ডেকে বলেছিল: হে আল্লাহ পাক! আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো, আমাদের উপর কষ্টদায়ক আযাব অবতীর্ণ করো কিন্তু আল্লাহ পাক ইরশাদ করলেন:

 

وَ مَا كَانَ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ وَ اَنْتَ فِیْهِمْؕ

(পারা , সূরা আনফাল, আয়াত ৩৩)        

কানযুল ঈমানের অনুবাদ: এবং আল্লাহ্‌র কাজ নয় যে, তাদেরকে শাস্তি দেবেন যতক্ষণ পর্যন্ত হে মাহবূব, আপনি তাদের মধ্যে উপস্থিত থাকবেন

 

سُبْحٰنَ الله! এটাই হলো আল্লাহ পাকের পবিত্র নাম اَلسَّلاَمُ এর সর্বোত্তম প্রকাশস্থল যে, যখন থেকে তিনি দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন, সবদিকে শান্তি আর শান্তিই ছড়িয়ে পড়েছে, সম্প্রদায়গুলোর উপর সমষ্টিগত আযাব আসা বন্ধ হয়ে গেলো এবং মানুষ শান্তি লাভ করলো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর প্রিয় নাম

যাইহোক! প্রিয় ইসলামী ভাইয়েরা! এই কয়েকটি উদাহরণই (Examples) ছিল এই আলোচনার সারমর্ম (Summary) হলো এটাই যে, ó প্রথমত আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কে অসংখ্য নাম দান করেছেন ó তারপর এর পাশাপাশি প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কে সেই নামগুলোতে অনেক বৈশিষ্ট্য