Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
কী অঙ্গীকার নিলেন?
لَمَاۤ اٰتَیْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّ حِكْمَةٍ
কানযুল ঈমানের অনুবাদ: আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করবো।
তারপর কী হবে?
ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ
কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর তাশরীফ আনবেন তোমাদের নিকট রাসূল, যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন।
এখন আল্লাহ পাক সেই সমস্ত নবী ও রাসূলদের থেকে অঙ্গীকার নিলেন যে,
لَتُؤْمِنُنَّ بِهٖ وَ لَتَنْصُرُنَّهٗؕ-قَالَ ءَاَقْرَرْتُمْ وَ اَخَذْتُمْ عَلٰى ذٰلِكُمْ اِصْرِیْؕ-قَالُوْۤا اَقْرَرْنَاؕ-قَالَ فَاشْهَدُوْا وَ اَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ(۸۱)
(পারা ৩, আলে ইমরান, আয়াত ৮১) কানযুল ঈমানের অনুবাদ: তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তাঁর উপর ঈমান আনবে এবং নিশ্চয় নিশ্চয় তাঁকে সাহায্য করবে। ইরশাদ করলেন, ‘তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার গুরুদায়িত্ব গ্রহণ করলে?’ সবাই আরয করলো, ‘আমরা স্বীকার করলাম। ইরশাদ করলেন, ‘তবে (তোমরা) একে অপরের উপর সাক্ষী হয়ে যাও এবং আমি নিজেই তোমাদের সাথে সাক্ষীদের মধ্যে রইলাম।
এই আয়াতে করীমার আলোকে তাফসীরে না'ঈমীয় রয়েছে: সমস্ত নবীরাই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নায়েব এবং সৃষ্টির শুরু থেকেই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সকলের আসল। সুফিয়ায়ে কিরাম বলেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন পরম ও প্রকৃত রাসূল, বাকি সমস্ত