Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ই। যদি অন্য কোনো রাসূলের উল্লেখ করার প্রয়োজন হয়, তবে সাথে তাঁর নামও উল্লেখ করা হয়। অর্থাৎ যখন শুধু الرَّسُوْل শব্দটি বলা হবে, তখন এর দ্বারা উদ্দেশ্য হবেন রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ই। (তাফসীরে নাঈমী, পারা ৩, সূরা আলে ইমরান, ৮১ নং আয়াতের পাদটিকা, ৩/৫৯১) তো এর কারণটা কী? এর কারণ হলো, আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে যে রাসূল বানিয়েছেন, তা অতুলনীয় করে বানিয়েছেন।
ওলামায়ে কিরাম কুরআন ও হাদীসের আলোকে পরিষ্কারভাবে লিখেছেন যে, আসলে যাঁকে রাসূল বানানোর কথা ছিল, তিনি আমাদের আক্বা ও মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم । আসলে যাঁকে নবুওয়তের মুকুট প্রদান করার ছিল, তিনিই আমাদের প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم । প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ছাড়া যাঁদেরকে নবুওয়ত প্রদান করা হয়েছে, যাঁদেরকে রিসালত প্রদান হয়েছে, তাঁদের নবুওয়তও আসল, তাঁদের রিসালতও প্রকৃত, কিন্তু তাঁদেরকে নবুওয়ত ও রিসালতের মুকুট তো আমাদের আক্বা ও মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উসিলায় প্রদান করা হয়েছে। দেখুন! কুরআন করীমে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اِذْ اَخَذْنَا مِیْثَاقَ
কানযুল ঈমানের অনুবাদ: এবং স্মরণ করুন! যখন আল্লাহ্ তাদের অঙ্গীকার নিয়েছিলেন।
কার থেকে অঙ্গীকার নিলেন?
النَّبِیّٖنَ কানযুল ঈমানের অনুবাদ: নবীদের থেকে।