Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
আমি এই বিষয়টি একটু খুলে বর্ণনা করছি, সুতরাং দেখুন!
ó আল্লাহ পাক মানুষের জন্য رَحْمٰن,
এটা আমরা কিভাবে জানব? এভাবে জানব যে, আল্লাহ পাক মানুষের জন্য তাঁর মাহবুব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে রহমত বানিয়েছেন ó আল্লাহ পাক ফেরেশতাদের জন্য رَحْمٰن,
তা প্রকাশ কিভাবে হলো? এভাবে যে, দয়ালু আল্লাহ তাঁর মাহবুব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ফেরেশতাদের জন্য রহমত বানিয়েছেন ó আল্লাহ পাক আসমান ও জমিনের জন্য رَحْمٰن,
এর প্রকাশ এভাবে করেছেন যে, আসমান ও জমিনের জন্য তাঁর মাহবুব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে রহমত বানিয়ে দিয়েছেন ó আল্লাহ পাক সমস্ত মাখলুকের জন্য রহমত (Merciful)। কিভাবে জানা গেল? এভাবে যে, তিনি সমস্ত মাখলুকাতের জন্য তাঁরমাহবুব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে রহমত বানিয়েছেন ó আল্লাহ পাক এই দুনিয়ার জন্য رَحْمٰن,
তাই তিনি এই দুনিয়াতে তাঁর মাহবুব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে রহমত বানিয়ে পাঠিয়েছেন ó আর এটা সত্য যে, আল্লাহ পাকের رَحْمٰن
গুণাবলীর আসল প্রকাশ কিয়ামতের দিন হবে। কারণ হাদীস শরীফ অনুযায়ী এই দুনিয়ায় আল্লাহ পাকের মাত্র একটি রহমতের প্রকাশ ঘটেছে, রোজ কিয়ামতে আল্লাহ পাকের ১০০টি রহমতের প্রকাশ ঘটবে। তাই কিয়ামতের দিনটিই মূলতঃ আল্লাহ পাকের رَحْمٰن
সিফাতের প্রকাশের দিন। কাজেই আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে রোজ কিয়ামতের জন্যও রহমত বানিয়েছেন ó প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর رَحْمَةٌ
لِلْعَالَمِیْن হওয়ার আসল প্রকাশ ও রোজ কিয়ামতেই হবে ó প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে لِوَاءُ
الْحَمْد (অর্থাৎ প্রশংসার পতাকা) দান করা