Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

রহমান, কিন্তু তাদেরকে رَحْمٰن বলে ডাকে এটা ভুল رَحْمٰن আল্লাহ পাকের নাম এবং আল্লাহ পাকের জন্যই নির্দিষ্ট

رَحْمٰن (অর্থাৎ অনেক দয়ালু হওয়া) আল্লাহ পাকের গুণ এটি আল্লাহ পাকের নাম, যখন এই জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ-সূর্য-তারা ছিল না, কিছুই ছিল না, মাখলুক সৃষ্টিই হয়নি, আল্লাহ পাক তখনও رَحْمٰن ছিলেন, তিনি সবসময় رَحْمٰن এবং চিরকাল رَحْمٰن থাকবেন কিন্তু ভাবার বিষয় হলো: আল্লাহ পাক رَحْمٰن, কিন্তু যখন আল্লাহ পাক তাঁর রহমতসমূহ সৃষ্টির উপর বর্ষণ করতে চাইলেন, নিজের رَحْمٰن হওয়ার বিষয়টি প্রকাশ করার ইচ্ছা করলেন, তখন কী করলেন? এই رَحْمٰن গুণটি কিভাবে প্রকাশ করলেন? আল্লাহ পাক ইরশাদ করেন:

 

وَ مَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِیْنَ(۱۰۷)

(পারা ১৭, সূরা আম্বিয়া, আয়াত ১০৭)         

কানযুল ঈমানের অনুবাদ: এবং আমি আপনাকে সমগ্র জগতের রহমতরূপেই প্রেরণ করেছি

 

এটা رَحْمٰن আল্লাহর رَحْمٰن গুণের সবচেয়ে বড় প্রকাশযখন আল্লাহ পাক তাঁর رَحْمٰن গুণটি প্রকাশ করার ইচ্ছা করলেন, তখন তাঁর মাহবুব নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কে এই গুণের প্রকাশস্থল (অর্থাৎ নিদর্শন নমুনা) বানিয়ে দিলেন কাজেই প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর رَحْمَةٌ لِلْعَالَمِينَ (অর্থাৎ সমস্ত জাহানের জন্য রহমত) হওয়াটা আল্লাহ পাকের رَحْمٰن সিফাতেরই প্রকাশ