Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

কত? তো বড় বড় জ্ঞানী উলামারা অনেক পরিশ্রম করেছেন, নামের সংখ্যা জানার চেষ্টা করেছেন, তো ৮০০টি নাম পেয়েছেন...!! কিন্তু উৎসর্গিত হয়ে যাই! এই গবেষণা চূড়ান্ত ছিল না, এর পরেও আরও গবেষণার সুযোগ ছিল অবশেষে সায়্যিদী লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপর গবেষণা করলেন তিনি লিখেন: আমি বিভিন্ন কিতাব এবং রিওয়ায়াতের আলোকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর ১৪০০টি নাম পেয়েছি তিনি আরও বলেন: (এগুলো তো সেগুলো, যা আমার ইলমে এসেছে, নতুবা) আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর মুবারক নাম গণনা করা অসম্ভব (ফতোওয়ায়ে রযবীয়া, ২৮/৩৬৬)

سُبْحٰنَ الله! এটা তো কেবল নাম গণনার কথা! আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কে কত নাম দান করেছেন? আমাদের মতো সাধারণ মানুষ তো সেগুলো গণনাও করতে পারে না ó তাহলে সেই নামগুলোর অর্থ (Meanings) কী? ó সেগুলোতে প্রিয় আক্বা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর কেমন কেমন শানের বর্ণিত আছে? ó তারপর এর বাইরে আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর গুণাবলী উৎকর্ষতা কী কী? সেগুলো কে গণনা করতে পারে...?

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ওই নাম যা খোদার নাম, তোমার নাম

প্রিয় ইসলামী ভাইয়েরা! এখানে একটি বিষয় সম্পর্কে একটু ভাবুন! নাম আমারও আছে, নাম আপনারওআছে, দুনিয়াতে প্রত্যেক মানুষের, প্রত্যেক জিনিসের কোনো না কোনো নাম তো থাকেই কিন্তু