Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
হে আশিকানে রাসূল! ó আজ জশনে বিলাদতের মহান, স্নিগ্ধ রাত। ó আজ সেই রাত, যেই রাতে আসমান ও জমিনে কেবল আনন্দ আর আনন্দ ছিল ó আজ সেই রাত, যেই রাতে সারা বিশ্বে নূর বণ্টন করা হয়েছিল ó আজ সেই রাত, যার সকালে আলো ছড়িয়ে পড়েছিল ó অন্ধকার দূর হয়ে গিয়েছিল ó আজ সেই রাত, যেই রাতে কুফরের উপর ভূমিকম্প এসেছিল, কায়সার ও কিসরার প্রাসাদ কেঁপে উঠেছিল
ó আজ সেই রাত, যার সকালে বসন্ত এসেছিল, যুগ পুষ্পে সজ্জিত হয়েছিল ó আজ সেই রাত, যেই রাতে হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ
السَّلَام পূর্ব, পশ্চিম এবং কাবার ছাদে পতাকা উড়িয়েছিলেন।ó আসমানে ও জমিনে দোজাহানের সুলতান صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খুতবা পাঠ করা হয়েছিল ó আজ সেই রাত, যার সকালে জগতের রঙ বদলে গিয়েছিল, ঘুমন্ত ভাগ্য জেগে উঠেছিল, ভাগ্য উজ্জ্বল হয়েছিল ó আজ সাহায্যকারী আক্বা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আগমনের রাত।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
৯ম হিজরী শতাব্দীর একজন বুযুর্গ হলেন: হযরত আল্লামা মুহাম্মদ বিন কাসিম রাসসাআ رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ। তিনি তাঁর যুগের অনেক বড় আলিম এবং কাজী (Judge) ছিলেন। তিনি প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তাফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নামসমূহ নিয়ে একটি কিতাব লিখেছেন, যার নাম: تَذْكِرَةُ
الْمُحِبِّين (তাযকিরাতুল মুহিব্বীন)। এটি অনেক সুন্দর একটি কিতাব এবং এই কিতাবটি আমাদের প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তাফা