Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
কুরআন করীমেও আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই পবিত্র নামটি এসেছে। আল্লাহ পাক ইরশাদ করেন:
اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ
(পারা ৯, সূরা আরাফ, আয়াত ১৫৭) কানযুল ঈমানের অনুবাদ: ঐসব লোক, যারা দাসত্ব করবে এ রাসূল, পড়াবিহীন অদৃশ্যের সংবাদদাতার, যাঁকে লিপিবদ্ধ পাবে নিজেদের নিকট তাওরীত ও ইন্জীলের মধ্যে।
اُمِّی শব্দটির সাধারণ অর্থ হলো: লেখাপড়া না জানা। অর্থাৎ সেই ব্যক্তি যিনি দুনিয়ায় কারো কাছে পড়া, লেখা শেখেননি। এটা অনেক আশ্চর্যজনক একটি বিষয়। লেখাপড়া না জানা, পড়ালেখা না শেখা আমাদের জন্য হলে তা ত্রুটি, কিন্তু اُمِّی হওয়া আমাদের আক্বা ও মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনেক বড় শান। এই একটি পবিত্র নামের মধ্যে প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কেমন কেমন শান বিদ্যমান, আসুন শুনি:
৭ম হিজরী শতাব্দীর বুযুর্গ হযরত আল্লামা ফখরুদ্দীন রাযী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: اُمِّی
শব্দটির অর্থ হলো, আল্লাহ পাক সকল মানুষকে যে স্বভাব এর উপর সৃষ্টি করেছেন, আমাদের মাহবুব নবী, রাসূলে হাশেমী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সেই সকলের থেকে পৃথক, অনন্য ও অতুলনীয় স্বভাব এর উপর সৃষ্টি করেছেন। (আবাদায়িল খাফাফী শরহে আসমাউল মুস্তফা, পৃষ্ঠা ২৪৮)
এর অর্থ হলো, এই দুনিয়ায় যত মানুষ এসেছে, সকলের স্বভাব (Nature) এর মধ্যে পড়ালেখা রাখা হয়েছে। আপনি আপনার ঘরে