Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
জ্বলে যাবে। একটু চিন্তা করার বিষয়, জিবরাঈল عَلَیْہِ السَّلَامও নূর, প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও নূর, এক সেই নূর, যে একটু সামনে অগ্রসর হলে ডানা জ্বলে যায়, আরেক সেই মুবারক নূর, যে সামনে অগ্রসর হলে শরীর মোবারক এর পরিহিত কাপড়েরও কিছু হয় না। জানা গেল; আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে নূর বানিয়েছেন তো সেই নূরও অনন্য ও অতুলনীয় বানিয়েছেন ó আর শান দেখুন! দুনিয়ায় প্রত্যেককে যে প্রকৃতির উপর সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রকৃতিও সকলের থেকে পৃথক প্রদান করেছেন। সকলের স্বভাবে শেখা রাখা হয়েছে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর স্বভাবে শেখানোর শান রাখা হয়েছে যে, তিনি কারো কাছে শেখেন না, বরং সকলকে শেখান।
পবিত্র নাম اُمِّی এবং ইলমে গায়েবে মুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা ও মাওলা, মাক্কী, মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হলেন اُمِّی। আল্লামা ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আলোকে আরেকটি মাদানী ফুল দিয়েছেন, তিনি বলেন: (اُمِّی এর শাব্দিক অর্থ হলো: লেখাপড়া না জানা, অর্থাৎ কোনো সাধারণ মানুষের জন্য যখন اُمِّی শব্দটি বলা হবে, তখন এর অর্থ হবে: অশিক্ষিত।) কিন্তু আমাদের আক্বা ও মাওলা, মাক্কী , মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ক্ষেত্রে যখন এই শব্দটি বলা হবে, তখন এর অর্থ (অশিক্ষিত হবে না, বরং তখন এর অর্থ) হবে: يُقْرِئُهُ اللهُ مَا كَتَبَهٗ بِيَدِهٖ অর্থাৎ সেই বিষয়গুলো আল্লাহ পাক তাঁর কুদরতের হাতে সৃষ্টির শুরু থেকে লিখেছেন, যাকে আল্লাহ পাক সেই কথাগুলো পড়িয়ে পাঠিয়েছেন, তাঁকে اُمِّی বলা হয়।
(আবাদায়িল খাফাফী শরহে আসমাউল মুস্তফা, পৃষ্ঠা ২৪৯)