Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
পবিত্র নাম: دَاعِی اِلَی الله!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমার প্রিয় নবী, রাসূলে হাশেমী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি প্রিয় পবিত্র নাম دَاعِی
اِلَی اللهও। অর্থাৎ আক্বা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বানকারী।
اَلْحَمْدُ لِلّٰه আমাদের প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অমুসলিমদেরকে ইসলামের দিকে ডেকেছেন, গুনাহগারদেরকে নেকীর দিকে ডেকেছেন, পথহারাদেরকে হেদায়েতের দিকে ডেকেছেন (সুবলুল হুদা ওয়ার রিশাদ, ১/৪৫৮) এবং সকলকে ডেকে ডেকে আল্লাহ পাকের দরবারে হাযির করেছেন।
আহ! আমরাও যদি আমাদের আক্বা, মাক্কী মাদানী মুস্তফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় সীরাত গ্রহণ করতাম, আক্বা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় নাম دَاعِی
اِلَی الله এর ফয়যান লুটে নিতে নেকীর দাওয়াত প্রসারকারী হয়ে যেতাম।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ঈদে মিলাদুন্নবী ও জুলুসের ব্যাপারে মাদানী ফুল
হে আশিকানে রাসূল! কাল বারভী শরীফ (অর্থাৎ রবিউল আউয়ালের ১২ তারিখ)। প্রিয় নবী, রাসূলে হাশেমী, মাক্কী মাদানী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জশনে বিলাদত। اَلْحَمْدُ لِلّٰه সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَانও তাঁদের যুগের চাহিদা অনুযায়ী বিলাদতেমুস্তাফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খুশি উদযাপন করেছেন, এই নেয়ামতের জন্য