Pyaray Aaqa Ka Pyara Naam

Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam

আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام তাঁর অনুসারী একারণেই সমস্ত আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام থেকে তাঁর নবুওয়তের স্বীকারোক্তি নেওয়া হয়েছিল থেকে জানা গেল; প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  সকল নবীদেরও নবী (তাফসীর নাঈমী, পারা , সূরা আল ইমরান, ৮১ নং আয়াতের পাদটিকা, /৫৯৬)

 

!اَلله!اَلله এই হলো আমাদের আক্বা মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর শানে রিসালতের অনন্যতা...!! নবী আরও অনেক আছেন, রাসূলও আরও অনেক আছেন, কিন্তু আমাদের আক্বা মাওলা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  সেই মহান শানের নবী এবং মহান শানের রাসূল, যে নবীদেরকে নবুওয়ত এবং যে রাসূলদেরকে রিসালত প্রদান)করা হয়েছে, সেই নবুওয়ত রিসালত ছিল সম্পূর্ণ প্রকৃত আসল, কিন্তু তা প্রদান হয়েছে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর উসিলায় একারণেই আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  কে বিশেষত্বের সাথে الرَّسُوْل বলা হয়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

(৩): পবিত্র নাম: رَءُوْفرَحِیْم

প্রিয় ইসলামী ভাইয়েরা! পারা: ১১, সূরা তাওবা, আয়াত: ১২৮ আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর ২টি নাম উল্লেখ করেছেন, ইরশাদ হচ্ছে:

 

بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ(۱۲۸)

(পারা ১১, সূরা তাওবা, আয়াত ২৮)     

কানযুল ঈমানের অনুবাদ: মুসলমানদের উপর পূর্ণ দয়ার্দ্র, দয়ালু