Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ(۱۱۸)
(পারা ৭, সূরা মায়িদা, আয়াত ১১৮)
কানযুল ঈমানের অনুবাদ: যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তবে তারা আপনারই বান্দা এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তবে নিঃসন্দেহে আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
এই আয়াত তিলাওয়াত করে রাসূলে পাক عَلَیْہِ السَّلَام এর উপর কান্না আচ্ছন্ন হয়ে গেল এবং তিনি তাঁর মুবারক হাত তুলে দোয়া করলেন: হে আল্লাহ পাক! আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام কে ইরশাদ করলেন: হে জিবরাঈল (عَلَیْہِ السَّلَام)! আমার হাবীব عَلَیْہِ السَّلَام এর দরবারে যাও এবং তাঁকে জিজ্ঞেস করো, যদিও আপনার প্রতিপালক ভালোভাবেই জানেন, কিন্তু তাঁকে জিজ্ঞেস করো যে, কোন জিনিস তাঁকে কাঁদাচ্ছে। হযরত জিবরীল عَلَیْہِ السَّلَام রাসূলে পাক عَلَیْہِ السَّلَام এর দরবারে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন, তখন রাসূলুল্লাহ عَلَیْہِ السَّلَام তাঁকে তাঁর আরয সম্পর্কে জানালেন। আল্লাহ পাক হযরত জিবরাঈলকে ইরশাদ করলেন: তুমি আমার হাবীব عَلَیْہِ السَّلَام এর কাছে যাও এবং তাঁকে বলো যে, اِنَّا سَنُرْضِيْكَ فِىْ اُمَّتِكَ وَلَا نَسُوْءُ كَ আপনার উম্মতের (ক্ষমার) ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দেব এবং আপনাকে চিন্তিত করব না। (মুসলিম, কিতাবুল ঈমান, পৃষ্ঠা ৯৯, হাদীস ২০২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
(১): পবিত্র নাম: উম্মী
আমাদের প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি প্রিয় নাম হলো: اُمِّی (উম্মী)। এটি অনেক প্রসিদ্ধ ও পরিচিত নাম।