Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
প্রেরণ করেছি হাযির-নাযির করে, সুসংবাদদাতা এবং সতর্ককারীরূপে।
রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই ৩টি মুবারক নাম হলো: (১) شاهد (২) مبشر (৩) نذیر। ó شاهد এর অর্থ হলো: সাক্ষী। আর সাক্ষী সেই-ই হয়, যে উপস্থিতও থাকে এবং দেখেও, অর্থাৎ হাযিরও থাকে, নাযিরও থাকে। যখন আল্লাহ পাক ইরশাদ করছেন যে, হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! আমি আপনাকে শাহিদ বানিয়ে পাঠিয়েছি, অর্থাৎ আমি আপনাকে হাযিরও বানিয়েছি, নাযিরও বানিয়েছি, তখন জানা গেল যে, আমার আক্বা, মাহবুব খোদা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর নূরানী রওযায় উপস্থিত আছেন, জীবিত আছেন এবং তাঁর পুরো উম্মতকে দেখছেনও, অতঃপর যখন চান, যেখানে চান, তাশরীফ নিয়েও যান।
ó একইভাবে আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি সুন্দর নাম হলো: مُبشر অর্থাৎ সুসংবাদদাতা। اَلْحَمْدُ لِلّٰه আমার মাহবুব আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুসংবাদদাতা। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আহলে ঈমানকে জান্নাতের সুসংবাদ দেন, আল্লাহ পাকের সন্তুষ্টির সুসংবাদ দেন। যারা নামাযী, যারা রোযাদার, যারা নেক কাজ করে, যারা ভালো পথে চলে, আমার মাহবুব নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদেরকে দুনিয়াতে কল্যাণের সুসংবাদ শুনিয়েছেন, মৃত্যুর সময় সহজতার সুসংবাদ শুনিয়েছেন, কবরে আরাম ও শান্তির সুসংবাদ শুনিয়েছেন, হাশরে, হিসাবের সময়, পুলসিরাতে নিরাপত্তার সুসংবাদ শুনিয়েছেন এবং এই সুসংবাদও শুনিয়েছেন যে, যারা আল্লাহ ও রাসূলের