Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
আল্লাহ পাক তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করেছেন। ó অর্থাৎ রউফ আল্লাহ পাকের নাম, প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও রউফ বলা যায়। ó রহীম আল্লাহ পাকের নাম, প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও রহীম বলা যায়।ó আলীম আল্লাহ পাকের নাম, প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেও আলীম বলা যায়। মোটকথা, ৩০টি নাম আল্লাহ পাকের এমন রয়েছে, যা আল্লাহ পাক হুবহু সেই নামগুলোই তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দান করে দিয়েছেন।
এবার এর থেকে এক ধাপ আরও এগিয়ে যাই! ওলামায়ে কিরাম বলেন: আল্লাহ পাকের যে আসমাউল হুসনা রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় ৯৯টি নাম যা কুরআন ও হাদীসে উল্লেখ হয়েছে, সেই নামগুলো আল্লাহ পাকের, সেগুলো আল্লাহ পাকের গুণ, যদিও সেই নামগুলো অন্য কারো জন্য বলা যায় না, কিন্তু আল্লাহ পাক সেই সমস্ত আসমাউল হুসনার প্রতিচ্ছবি (অর্থাৎ নমুনা ও নিদর্শন) তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে বানিয়ে দিয়েছেন। (আল হাকীকিয়া আল মুহাম্মদীয়া, আল কিসমুস সানি, পৃষ্ঠা ১৭১)
পবিত্র নাম 'রহমান' এর প্রতিচ্ছবি
উদাহরণস্বরূপ আল্লাহ পাকের আসমাউল হুসনার মধ্যে একটি প্রিয় নাম হলো: اَلرَّحْمٰن (আর রহমান)। কুরআনে করীমেও এর অনেকবার উল্লেখ এসেছে এবং এটি অনেক প্রসিদ্ধ একটি নাম। এই নামের সম্পূর্ণ রূপ কুরআনে করীমে বিদ্যমান। এখন এই শব্দ رَحْمٰن....!! এটা আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক ছাড়া আমরা অন্য কাউকেও رَحْمٰن বলতে পারি না। আমাদের এখানে কিছু মানুষ তাদের সন্তানদের নাম রাখে: আব্দুর