Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
(২): পবিত্র নাম الرَّسُوْل
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমার ও আপনার আক্বা, মাক্কী, মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি প্রিয় নাম اَلرَّسُوْلও রয়েছে। পরিভাষায় رَسُوْل সেই নবীকে বলা হয় যিনি নতুন শরীয়ত নিয়ে আসেন। যেমন, হযরত মূসা عَلَیْہِ السَّلَام নবীও, রাসূলও, কারণ তাঁর উপর তাওরাত শরীফ অবতীর্ণ হয়েছে এবং তাঁর উপর নতুন শরীয়ত অবতীর্ণ করা হয়েছে। একইভাবে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام নবীও, রাসূলও, তাঁর উপরও নতুন শরীয়ত অবতীর্ণ করা হয়েছে। ঠিক সেভাবেই আমাদের আক্বা ও মাওলা, মাক্কী মাদানী মুস্তফা عَلَیْہِ السَّلَام নবীও, রাসূলও, কারণ তাঁর আগমনের ফলে পূর্বের সমস্ত শরীয়ত রহিত হয়ে গেছে, তাঁকে নতুন শরীয়ত প্রদান) করা হয়েছে।
প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে রিসালত
প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়ায় কত নবী ও রাসূল তাশরীফ এনেছেন, আমরা তাঁদের সংখ্যা নির্দিষ্ট করতে পারি না। তবে! ওলামায়ে কিরাম বলেন যে, কমবেশি ১ লক্ষ ২৪ হাজার নবী তাশরীফ এনেছেন, তাঁদের মধ্যে ৩১৩ জন রাসূল। এখন মনে প্রশ্ন জাগে যে, রাসূল মোট ৩১৩ জন, তাহলে প্রিয় আক্বা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র নাম الرَّسُوْل কিভাবে হতে পারে? রাসূল তো ৩১৩ জন, তাঁদের সকলের নাম الرَّسُوْل হতে পারে? কিন্তু আপনি কুরআন করীম পড়ুন! সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে দেখুন! কুরআন করীমে যেখানেই শুধু الرَّسُوْل এসেছে, এর সাথে কারো নাম উল্লেখ করা হয়নি, সেখানে উদ্দেশ্য প্রিয় আক্বা, মক্কী