Book Name:Pyaray Aaqa Ka Pyara Naam
রক্ষা করুন! বিশেষ করে কাল মিলাদ শরীফ এবং জুলুসে মিলাদের ব্যস্ততার মাঝেও নামাযের সময়ের খুব খেয়াল রাখবেন। এমন যেন না হয় যে, মিলাদের খুশি পালন করতে করতে (مَعَاذَ
الله) নামায কাযা করে বসেন। ó নামায সর্বপ্রথম ফরয ó নামায অন্ধকার কবরের প্রদীপ óনামায কবরের আযাব থেকে বাঁচায় ó নামায কিয়ামতের রোদের মধ্যে ছায়া ó নামায পুলসিরাতের জন্য সহজতা ó নামায জাহান্নামের আযাব থেকে বাঁচায় ó নামাযের দ্বারা রহমত অবতীর্ণ হয় ó নামাযের দ্বারা গুনাহ ক্ষমা হয় ó নামায দোয়া কবুলের মাধ্যম ó নামায রোগ-ব্যাধি থেকে বাঁচায় ó নামায শরীরকে প্রশান্তি (Relief) দেয় ó নামাযে রিযিকে বরকত হয় ó নামায অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বাঁচায় (ফয়যানে নামায, পৃষ্ঠা ১০) ó এবং اَلْحَمْدُ
لِلّٰه নামায খোদার নৈকট্য ও মুস্তাফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নৈকট্য দান করে। আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাযী হওয়ারও তৌফিক দান করো এবং সত্যিকার আশিকে রাসূল, পাক্কা মিলাদীও বানিয়ে রাখো। اٰمین بِجاہِ
خاتَمِْالنَّبِیّٖن صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
কুরআন করীমের তিলাওয়াত করুন...!!!
হে আশিকানে রাসূল! আজ আমরা যাঁর জশনে বিলাদত পালন করছি, তাঁর উপর কুরআন করীম অবতীর্ণ হয়েছে। আমাদের প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم প্রচুর পরিমাণে কুরআন করীমের তিলাওয়াত করতেন। এক বর্ণনায় রয়েছে: আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হলো কুরআনের তিলাওয়াত। (শুয়াবুল ঈমান, ২/৩৪৭, হাদীস ২০০৪)
সুতরাং আমাদেরও অধিকহারে কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা উচিত। কুরআন করীমের তিলাওয়াতও করব এবং কুরআন