Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
মোটকথা হলো হীনমন্যতা একটি ক্ষতিকর ব্যধি, যা উন্নতি ও সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়ায় আর অনেক সময় হতাশা ও হিংসার মতো ধ্বংসাত্মক অভ্যন্তরীণ রোগের কারণও হয়ে যায়। এটা থেকে বাঁচার জন্য আমাদের উচিত যে, সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হওয়া, আল্লাহ পাক যেই নেয়ামত দান করেছেন, সেগুলোর উপর দৃষ্টি রাখা, যদি আমরা আমাদের বঞ্চিত হওয়া বিষয়াদি নিয়ে চিন্তাভাবনায় লিপ্ত হয়ে যাই, সর্বদা আল্লাহ পাকের দেয়া নেয়ামত গুলোর ব্যাপারে চিন্তাভাবনা করা, এর কৃতজ্ঞতা আদায় করা, اِنْ شَآءَ الله নেকীও পাবো, আল্লাহ পাক চাইলে নেয়ামতও বৃদ্ধি হবে, এর পাশাপাশি আমরা নিজেদের যোগ্যতা সম্পর্কেও জানতে পারবো, জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আর আল্লাহ পাকের উপর ভরসা রেখে পুর্ণ পরিশ্রম করুন। اِنْ شَآءَ الله সফলতা অর্জন হবে এবং হীনমন্যতা থেকে মুক্তিও পাওয়া যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তরুণ প্রজন্মের শিক্ষার উপর জাতির ভাগ্য নির্ভর করে। উন্নতি ও পতনের শত শত গল্প এই কথাটির সাক্ষ্য দেয় যে, যুগের লাগাম, ঐ জাতির হাতে রয়েছে, যেই জাতির তরুণ প্রজন্ম যতো বেশি আদর্শবান ও চরিত্রের অধিকারী ছিলো আর যেই জাতির তরুণ প্রজন্ম খেলাধূলায় মগ্ন ছিলো, তারা মাটিতে মিশে গেছে। আজ আমাদের অবস্থাও কিছুটা এরূপ, আমাদের তরুণ প্রজন্মকেও পতনের শিকার দেখা যাচ্ছে, কেননা আমাদের শিক্ষার হার, প্রাতিষ্ঠানিক অবস্থা আর শিক্ষা ব্যবস্থা ও প্রশিক্ষণ