Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

অত্যন্ত করুণ, সকল সরকারী প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লোকদের মাঝে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার জন্য শিক্ষা বিষয়ক বিভাগ গঠন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো; উল্লেখিত প্রতিষ্ঠান সমূহের সাথে সম্পৃক্ত লোকদেরকে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত করে সুন্নাত অনুযায়ী জীবন অতিবাহিত করার মানসিকতা দেয়া এই বিভাগটি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ভালো ভালো নিয়্যত সহকারে অনুষ্ঠানের ব্যবস্থা করে তাদেরকে নবী করীম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর সুন্নাতের রঙে সজ্জিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেক আমলপুস্তিকা ছড়িয়ে দেয়া আর হোস্টেলে প্রাপ্তবংষ্কদের মাদরাসাতুল মদীনা চালু করে ভবিষ্যত প্রজন্মকে ধর্মীয় নৈতিক প্রশিক্ষণের যথাসাধ্য চেষ্টা করা اَلْحَمْدُ لِلّٰه এই পর্যন্ত অসংখ্য শিক্ষার্থী, গুনাহ থেকে তাওবা করে নামাযী সুন্নাতের অনুসারী হয়ে গেছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি রাসূলে করীম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِي فَقَدْ اَحَبَّنِي وَمَنْ اَحَبَّنِي كَانَ مَعِيَ فِي الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালবাসলো সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে

(মিশকাত, খন্ড: , পৃষ্ঠা: ৫৫, হাদীস: ১৭৫)

সিনা তেরি সুন্নাত কা মদীনা বনে আক্বা!

জান্নাত মে পড়োসী মুঝে তুম আপনা বানানা