Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

কৃতজ্ঞতার সুন্নাত ও মাদানী ফুল

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! কৃতজ্ঞতার ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবন করার সৌভাগ্য অর্জন করি প্রথমে প্রিয় নবী
 صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর দুটি বাণী শ্রবণ করুন: () ইরশাদ করেন: আল্লাহ পাক এটা পছন্দ করেন যে, বান্দা প্রতিটি গ্রাস চুমুকে আল্লাহ পাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুক (মুসলিম, ১১২২ পৃষ্ঠা, হাদীস: ৬৯৩২) () ইরশাদ করেন: তোমাদের উচিত মুখ যিকির অন্তর কৃতজ্ঞতা দ্বারা সতেজ রাখা (শুয়াইবুল ঈমান, /৪১৯, হাদীস: ৫৯০) * কৃতজ্ঞতা উচ্চ পর্যায়ের ইবাদত (শোকর কে ফাযায়িল, ১২ পৃষ্ঠা) * আল্লাহ পাকে নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা ওয়াজিব (খাযায়িনুল ইরফান, পারা: , সূরা বাকারা, আয়াতের পাদটিকা, ১৭২) * কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিক মহান সৌভাগ্য (প্রাগুক্ত, ১২ পৃষ্ঠা) * কৃতজ্ঞতা জ্ঞাপনে নেয়ামতের নিরাপত্তা রয়েছে (প্রাগুক্ত) * কৃতজ্ঞতাই হলো নেয়ামত বৃদ্ধি হওয়ার কারণ (প্রাগুক্ত) * কৃতজ্ঞতা আল্লাহ ওয়ালাদের স্বভাব (প্রাগুক্ত) * কৃতজ্ঞতা হলো পাপ থেকে বেঁচে থাকা (প্রাগুক্ত) * কৃতজ্ঞতা নেয়ামতের পরিচয় (প্রাগুক্ত) * নেয়ামত প্রাপ্ত হওয়াতে আল্লাহ পাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা অবস্থায় বান্দা আযাব থেকে নিরাপদ থাকে (সিরাতুল জিনান, /৪০৬) * কৃতজ্ঞতা ব্যতীত ইবাদত পরিপূর্ণ হয় না (বায়যাবী, /৪৪৯ পৃষ্ঠা, পারা , আয়াতের পাদটিকা: ১৭২) * কৃতজ্ঞতা হলো সমস্ত ইবাদতের মূল

(তাফসিরে কবীর, /১৯১ পৃষ্ঠা, বাকারা, আয়াতের ব্যাখ্যা: ১৭২)

ঘোষণা

কৃতজ্ঞতার অবশিষ্ট সুন্নাত মাদানী ফুল তরবিয়্যতি হালকায় বর্ণনা হবে সুতরাং তা জানার জন্য তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহন করুন