Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

তো এর দুইটি দিক হয়: () একটি হলো বান্দা তার কোন বৈশিষ্ট সামনে রেখে তুলনা (Comparison) করে যেমন * আমার নিকট টাকা আছে, আমার সামনের ব্যক্তি গরীব * আমার গাড়ি আছে, অমুকের গাড়ি নেই * আমার কাপড় ভালো, সামনের মানুষটির পোশাক ভালো নয় ইত্যাদি তুলনা করার এই অবস্থাটা শ্রেষ্ঠত্ব মনোভাবের কারণ হয়ে থাকে () দ্বিতীয় অবস্থা হলো বান্দা নিজেকে কোন দূর্বল, কোন বঞ্চিত ব্যক্তির সামনে দাঁড় করিয়ে নিজের তুলনা করা, যেমন; অমুক ধনী আমি গরীব, অমুক আমার চেয়েও সুন্দর ইত্যাদি তুলনা করার এই দিকটা হীনমন্যতার কারণ হয়ে থাকে

    মনোভাব উঁচু হোক বা হীন, এই দুটিই ক্ষতিকর, কেননা উচ্চ মনোভাব মানুষকে অহংকারের দিকে নিয়ে যায় আর হীন মনোভাব মানুষকে হতাশা হিংসার দিকে ধাবিত করে

হীনমন্যতার একটি মূল কারণ

ীনমন্যতা কেন হয়? এর বড় ও মূল কারণ হলো আমাদের সমাজ, আমাদের প্রতিবেশি, আমাদের চিন্তাধারা * আমাদের সমাজের লোকেরা অপরকে নিয়ে মজা করে * তাদের অহেতুক সমালোচনা করে * বেচারার চোখ নেই তো তাকে অন্ধ বলে তাকে ঠাট্টা করে * যার পা ভালো নেই তাকে লেংড়া বলে * লম্বা মানুষকে লম্বু * কালো মানুষকে কালো বলে তাকে নিয়ে ঠাট্টা করা হয়, এতে সম্মুখস্ত ব্যক্তি হীনমন্যতার স্বীকার হয়ে যায় * পিতামাতা সন্তানের উপর অহেতুক রাগ করে থাকে, তাদেরকে সবসময় বকতে থাকে, তাদের দোষ ত্রুটি বের করতে থাকে, এতে সন্তানদের আত্মবিশ্বাস কমে যায় এবং তারা হীনমন্যতার