Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj
কাউকে নিয়ে ঠাট্টা করিও না...!!
উৎসর্গিত হয়ে যান! ইসলামের সমুজ্জল শিক্ষার প্রতি, কেননা ইসলাম হীনমন্যতা সৃষ্টিকারী এসব বিষয়াদির ব্যাপারে পূর্বেই নিষেধ করে দিয়েছে, আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا یَسۡخَرۡ قَوۡمٌ مِّنۡ قَوۡمٍ عَسٰۤی اَنۡ یَّکُوۡنُوۡا خَیۡرًا مِّنۡہُمۡ
(পারা ২৬, সূরা হুজরাত, আয়াত ১১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ! পুরুষেরা অন্য পুরুষদের নিয়ে হাসাহাসি করিওনা হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়েও উত্তম।
আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: لَيْسَ الْمُؤمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِیِّ মু’মিন বিদ্রুপকারী হয়না, না অভিশাপ প্রদানকারী হয়, না অশ্লিল আলাপকারী হয়ে থাকে, না হাসি ঠাট্টাকারী হয়।
(তিরমিযি, হাদীস: ১৯৭৭, পৃষ্ঠা: ৪৮১)
হে আশিকানে রাসূল! মনে রাখবেন! মানুষকে কোন মানুষ বানায়নি, বরং মানুষকে সমস্ত জাহানের সৃষ্টিকর্তা ও পালনকর্তা, আল্লাহ পাক বানিয়েছেন, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে? আসুন এই প্রসঙ্গে কুরআনে পাকের আয়াতে মুবারকা শুনি, পারা ৩০, সূরা তীন, আয়াত নাম্বার ৪ এ রয়েছে:
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ
(পারা ৩০, সূরা তীন, আয়াত ৩)
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আমি মানুষকে সর্বোৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি।
তাফসীরে সিরাতুল জিনানে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে: আল্লাহ পাক আনজির, যায়তুন, সীনা পর্বত ও মক্কা নগরীর কথা উল্লেখ করেছেন যে, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে