Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj
কোন অপমান নেই, ইসলাম হলো সম্পদশালী যার সাথে কোন মুখাপেক্ষিতা নেই।
আল্লাহ পাক আমাদেরকেও হযরত রাবিয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর সদকায় সর্বদা নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে থাকার তাওফিক দান করো। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
বর্তমানে দুনিয়ায় গরীব তো অনেক রয়েছে, অসহায়, দরিদ্র তো অনেক রয়েছে কিন্তু এমন গরীব হয়তো খুঁজে পাওয়া যাবে না যারা এটা বলে যে, আমার ঈমানের দৌলত আছে, আমি অনেক বড় ধনী, কেননা ঈমান হলো সবচেয়ে বড় দৌলত, যদি ধন ও সম্পদের গুরুত্ব ঈমানের চেয়ে বেশি হতো তবে কারূন ধ্বংস হতো না, যদি শক্তি, ক্ষমতা ও রাজত্বের গুরুত্ব ঈমানের চেয়ে বেশি হতো তবে ফেরাউন ধ্বংস হতো না, ঈমান সবচেয়ে বড় দৌলত, আমাদের এই অমূল্য রত্ন রয়েছে, এর পরও নিজের বাহ্যিক দারিদ্রতা দেখে হীনমন্যতার শিকার হয়ে যায়।
আহ! আমরা যেনো আল্লাহ পাকের দেয়া নেয়ামতসমূহ স্মরণকারী হয়ে যাই। বিশ্বাস করুন! যতটুকু আমরা আমাদের বঞ্চিত বিষয়াদির ব্যাপারে চিন্তাভাবনা করি, ততটুকু যদি আল্লাহ পাকের দেয়া নেয়ামতসমূহের ব্যাপারে চিন্তাভাবনা করা শুরু করে দিই তবে বঞ্চিত হওয়া বিষয়াদির ব্যাপারে হীনমন্যতা দূর হয়ে যাবে। এজন্য যদি প্রশান্তিময়, নিরাপদ, সুখী জীবন অতিবাহিত করতে চাই তবে আল্লাহ পাকের দেয়া নেয়ামতসমূহ স্মরনে রাখার অভ্যাস করি। আমার কি নেই এটা ভাবার পরিবর্তে এটা ভাবী যে, আমি কি কি পেয়েছি! اِنْ شَآءَ الله দুশ্চিন্তা দূর হয়ে যাবে।
পারা ১৩, সূরা ইব্রাহীমের ৭নং আয়াতে ইরশাদ হচ্ছে: