Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

প্রায় গজ লম্বা বাঁশের খুঁটি ছিলো, যার উপর কাপনের কাপড় ঝুলানো ছিল

    একবার হযরত সুফিয়ান সাওরি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হযরত রাবিয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর অসচ্ছলতা করুন অবস্থা দেখে বললেন: হে উম্মে আমর! আমি আপনাকে অনুগ্রহের উপযুক্ত দেখছি, যদি আপনি অমুক অমুক প্রতিবেশির নিকট যান তবে এরকম অবস্থায় থাকতে দিবে না (অর্থাৎ তারা আপনাকে আর্থিক খেদমত করাকে নিজেদের জন্য সম্মানের মনে করবে) এতে হযরত রাবিয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا বললেন: সুফিয়ান! তুমি আমার অবস্থায় কি কমতি দেখেছো! আমি কি মুসলমান নই? ইসলাম সেই সম্মান যার সাথে অসম্মান নেই, ইসলামী সম্পদশালী যার সাথে মুখাপেক্ষিতা নেই, ইসলাম ভালবাসা, যার সাথে বিভীষিকা নেই আল্লাহ পাকে শপথ! আমি দুনিয়ার সত্যিকার মালিক (অর্থাৎ আল্লাহ পাক) এর নিকট দুনিয়া চাইতে লজ্জাবোধ করি, যারা দুনিয়ার মালিকই নয় (যেমন সম্পদশালী লোক, এদের) নিকট দুনিয়া কিভাবে চাইব?

 (ওয়াফিয়াতুল আয়ান, খন্ড: , পৃষ্ঠা: ৩২৮)

    হে আশিকানে রাসূল! হযরত রাবিয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর এই মুবারক ধরনের ব্যাপারে গভীরভাবে চিন্তা করুন! একটা হলো; তিনি অল্পতুষ্টতা অবলম্বন করেছেন! মানুষের সামনে হাত বাড়ানো পছন্দ করেননি, দ্বিতীয়টি হলো; এই বিষয়ের প্রতি মনোযোগ দিন যে, হযরত রাবিয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর সামনে যখন তার দারিদ্রতা নিয়ে আলোচনা করা হলো, তখন তিনি বললেন: হে সুফিয়ান! তুমি আমার অবস্থায় কী কমতি দেখেছো? আমি কি মুসলমান নই? ইসলাম হলো ঐ সম্মান যার সাথে