Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj
আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দোয়ায় অংশগ্রহন করা যায়। নেকীর দাওয়াত দেয়ার সুযোগ হয়ে থাকে।
আসুন! উৎসাহের জন্য “এলাকায়ে দাওরা” এর একটি ঘটনা শ্রবণ করি, যেমন;
মুর্শিদের শহরের এক ইসলামী ভাইয়ের কাফেলা পাঞ্জাবের একটি শহরের মসজিদে গিয়ে পৌঁছলো। দরজায় তালা লাগানো ছিলো, দরজা খুলে দেখলো প্রতিটি জায়গায় ধুলোর স্তুপ, এমন মনে হচ্ছিল যেনো অনেকদিন ধরে মসজিদটি বন্ধ রয়েছে, তারা সকলে মিলে পরিষ্কার করলো, আসরের নামাযের পর এলাকায়ে দাওরার জন্য খেলার মাঠে গিয়ে পৌঁছলো আর খেলায়রত যুবকদের নেকীর দাওয়াত দিল اَلْحَمْدُ لِلّٰه অনেক যুবক তখরই তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলো, মসজিদে এসে তাদের সাথে নামায পড়লো আর সুন্নাতে ভরা বয়ান শ্রবণ করার সৌভাগ্য অর্জন করলো, ইনফিরাদী কৌশিশে তারা মসজিদটি পূর্ণ করার নিয়্যত করে নিলো। এই দৃশ্য দেখে উপস্থিত একজন বয়ষ্ক ব্যক্তি কান্না করতে করতে বলতে লাগলো: اَلْحَمْدُ لِلّٰه আজ আশিকানে রাসূল ও এলাকায়ে দাওরার বরকতে এই মসজিদটি আবাদ হয়ে গেলো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! হীনমন্যতার শিকার হওয়ার তৃতীয় বড় কারণ হলো আত্মতৃপ্তি। হীনমন্যতার শিকার হওয়া অধিকাংশ লোক বাহানা খুঁজে থাকে, তাদের ইচ্ছায় বা অনিচ্ছায় নিজেদের অলসতার সামনে হীনমন্যতার মুখোশ লাগিয়ে দেয়, অর্থাৎ সত্যিকার্থে এরা পরিপূর্ণভাবে পরিশ্রম করে না, যেহেতু পরিশ্রম