Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

জানেন: রব এর অর্থ ব্যাখ্যা কি? এটি খুবই হিকমতপূর্ণ পয়েন্ট, যদি আমরা রবশব্দের অর্থ জেনে নিই তবে হীনমন্যতা সমস্যার সমাধান হয়ে যাবে আল্লামা মাহমুদ আলুসী
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: রবশব্দের অর্থ হলো: প্রশিক্ষণ প্রদানকারী আর প্রশিক্ষণ মানে: تَبْلِیْغُ الشَّیءِ اِلٰی کَمَالِہٖ بِحَسْبِ اِسْتِعْدَادِہِ الْاَزَلِیِّ شَیْئاً فَشَیْئًا অর্থাৎ কোন জিনিসকে তার সৃষ্টিগত যোগ্যতা অনুযায়ী সফলতার মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেয়া (তাফসীরে রুহুল মাআনী, পারা: , সূরা ফাতেহা, আয়াতের পাদটিকা: , অংশ: , খন্ড: , পৃষ্ঠা: ১০৪) এখন রবশব্দের অর্থ হবে: প্রতিটি জিনিসকে তার সৃষ্টিগত যোগ্যতা অনুযায়ী পরিপূর্ণতার মর্যাদা পর্যন্ত পৌঁছানোকারী

    বুঝা গেলো আল্লাহ পাক প্রতিটি জিনিসকে সৃষ্টিগতভাবে ভিন্ন ভিন্ন যোগ্যতা দান করেছেন আর প্রতিটি জিনিসকে সেটার যোগ্যতা অনুযায়ী সফলতা পর্যন্ত পৌঁছিয়ে থাকেন যেমন; আম গাছে সর্বদা আমই ধরে থাকে, আম গাছে কখনো পেয়ারা ধরে না, আপেল গাছে আপেল ধরে, তাতে আম ধরে না, সুতরাং আমের আঁটি থেকে আমের গাছ বের হয়, এরপর এতে আমের ফল ধরানো, এটাই রুবুবিয়্যত হ্যাঁ! যদি আম গাছে আমের স্থলে আপেল ধরে তবে তা আল্লাহ পাকে কুদরত অতএব! এই দুনিয়ায় প্রত্যেককেই সৃষ্টিগত যোগ্যতা অনুযায়ী বিকাশ ঘটায় পূর্ণতার শিখরে পৌঁছে থাকে

সকলের যোগ্যতা অনুযায়ী উপায় পেয়ে থাকে

    আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: کُلٌّ مُیَسَّر لِمَا خُلِقَ لَہٗ  অর্থাৎ প্রত্যেকেই তা পেয়ে থাকে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে

(আবু দাউদ, পৃষ্ঠা: ৭৪১, হাদীস: ৪৭০৯)

    অর্থাৎ যাকে যেই স্বভাব দান করা হয়েছে, যাকে সৃষ্টিগতভাবে যেই যোগ্যতা দেয়া হয়েছে, তাকে সেই যোগ্যতা