Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, তাদের অঙ্গে সৌন্দর্য দান করেছি, তাদেরকে পশুদের মতো ঝুকানো নয় বরং সোজা দন্ডায়মান বানিয়েছি, তাদেরকে পশুদের ন্যায় মুখ দিয়ে ধরে নয় বরং নিজের হাতে ধরে আহারকারী বানিয়েছি আর তাদেরকে জ্ঞান, বোধশক্তি, বিবেক এবং কথা বলার যোগ্যতা দ্বারা সজ্জিত করেছি (তাফসীরে সিরাতুল জিনান, পারা: ৩০, সূরা তীন, আয়াতের ব্যাখ্যা: , খন্ড: ১০, পৃষ্ঠা: ৭৫৫)

আল্লাহ পাকের পরিচয় অর্জন করার মাধ্যম

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি মানুষ আল্লাহ পাকে অন্যান্য সৃষ্টিকে সামনে রেখে নিজের সৃষ্টির ব্যাপারে গভীরভাবে চিন্তাভাবনা করে তবে তার নিকট দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে যে, আল্লাহ পাক তাকে খুব সুন্দর আকৃতি (বাহ্যিক আকৃতি) অভ্যন্তরীণ সৌন্দর্য (বাতেনী বৈশিষ্টের মতো সুন্দর চরিত্র ইত্যাদি) কতো মহান নেয়ামত দান করেছেন আর এই বিষয়ে যতো বেশি গবেষনা করবে ততো বেশি আল্লাহ পাকে মহত্ব ক্ষমতার ব্যাপারে জ্ঞান অর্জন হবে আর বান্দা এই মহান নেয়ামতকে খুব ভালভাবে অনুধাবন করবে

(তাফসীরে সিরাতুল জিনান, পারা: ৩০, সূরা তীন, আয়াতের ব্যাখ্যা: , খন্ড: ১০, পৃষ্ঠা: ৭৫৫)

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রিয় ধরন

          হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ অনেক উচ্চ মর্যাদার সাহাবি ছিলেন, তাঁর পা পাতলা ছিল, একবার তিনি মিসওয়াক ভাঙ্গার জন্য গাছে উঠলেন তো হঠাৎ বাতাস আসলে তার কাপড় সরে যায় আর তাঁর পা দৃষ্টিগোচর হতে লাগল, সেখানে উপস্থিত লোকদের দৃষ্টি পায়ের দিকে গেলে, তারা হাসতে লাগলো, এতে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: সত্তার শপথ, যার আয়ত্তে আমার প্রাণ! আব্দুল্লাহ বিন মাসউদের পা মিযানের পাল্লায় উহুদ পাহাড় অপেক্ষা বেশি ওজন হবে

(মুসনদে ইমাম আহমদ, খন্ড: , পৃষ্ঠা: ৫৯১, হাদীস: ৪০৭২)