Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj
যখন বান্দা নিজের যোগ্যতা সম্পর্কে জেনে নেয়, অতঃপর ঐ যোগ্যতা অনুযায়ী জীবন অতিবাহিত করার একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে থাকে, তখন সে নিজের রাস্তায় হাঁটে, অতঃপর সে অন্যের দিকে আর তাকায় না, বরং সে নিজের যোগ্যতার দিকেই গভীর মনযোগ দিয়ে থাকে। একে একটি উদাহরণ দ্বারা বুঝে নিন; এক ব্যক্তি যার ঘর ধরুন চট্টগ্রাম শহরে আর সে কাজ করে কুমিল্লায়, যখন সে কাজ থেকে ছুটি পায় চট্টগ্রামের গাড়িতে গিয়ে বসে আর নিজের ঘরের দিকে গমন করে। আপনি কি কখনো এমন ব্যক্তিকে দেখেছেন যার ঘর চট্টগ্রামে কিন্তু সে ঢাকার দিকে গমনকারীদের দেখে হীনমন্যতার শিকার হয়ে গেলো যে, অমুকের কথা কি আর বলবো! সে ঢাকা যাচ্ছে আর আমি হতভাগা চট্টগ্রামের গাড়িতে বসে আছি? এমনটি কখনোই হয় না, এরূপ বিষয় নিয়ে মানুষ হীনমন্যতার শিকার হয়না। কেন হয়না? এজন্য যে, সে জানে আমার বাড়ি হলো চট্টগ্রামে, আমাকে চট্টগ্রামেই যেতে হবে, সুতরাং অন্য কোন শহরের গাড়িতে বসা সফরকারীকে দেখে হীনমন্যতার শিকার হয়না। অনুরূপভাবে যখন আমরা আমাদের যোগ্যতা সম্পর্কে জেনে যাবো, নিজের জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করে নিবো اِنْ شَآءَ الله আমরা আপন আপন রাস্তায় গমন করবো, অন্য কোন পথে গমনকারীকে দেখে হীনমন্যতার শিকার হবো না।
মনে রাখবেন! এই দুনিয়ায় প্রত্যেক ব্যক্তির আলাদা গুরুত্ব রয়েছে, আল্লাহ পাক এক একজনকে ভিন্ন ভিন্ন যোগ্যতা দান করেছেন, এজন্য প্রত্যেক ব্যক্তি নিজের যোগ্যতা অনুযায়ী সফলতা ও উন্নতি অর্জন করে থাকে। দেখুন! আল্লাহ পাক আমাদের প্রতিপালক বরং বিশ্ব জাহানের মালিক, আপনি কি