Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

আল্লাহ পাকে গোপন সিদ্ধান্ত কি? বান্দা যেনো সর্বদা আল্লাহ পাককে ভয় করতে থাকে আর নিজেকে গুনাহগার মনে করতে থাকে

    এখন রইল দুনিয়াবী ক্ষেত্রে হীনমন্যতা: যেমন কোন সম্পদশালীকে দেখে ছোট করতে থাকে আর হীনমন্যতার শিকার হতে থাকে যে * এর নিকট বাংলো রয়েছে আর আমার ফ্লাট (Flat) * এর নিকট নিজস্ব ফ্লাট আর আমি ভাড়া থাকি * এর কার আছে আর আমার মোটর সাইকেল * এর মোটর সাইকেল রয়েছে আর আমার সাইকেল * এর নিকট সাইকেল আছে আর আমি পায়ে হেঁটে চলাচল করি * সে স্বাস্থ্যবান আর আমি দূর্বল * সে সুস্থ সবল আর আমি রোগাত্রুান্ত, এভাবে নিজের উপরের স্থানের লোকদের দেখে যদি কেউ কোন হীনমন্যতার শিকার হতে থাকে তবে কোন লাভ নেই, ক্ষতি আর ক্ষতি বরং এভাবে নিজেকে হীন মনে করাটা হিংসার মধ্যে পতিত করতে পারে

    এইভাবে হীনমন্যতার দুই প্রকার হলো: () দ্বীনি বিষয়ে আমলের (অর্থাৎ নেকীর) ক্ষেত্রে হীনমন্যতা; এটা আবশ্যক, এটা হওয়া উচিত আর () দুনিয়াবী ক্ষেত্রে হীনমন্যতা; এটা কোন ভাল বিষয় নয়

হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর দুনিয়ার প্রতি বিমুখতা

    শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আরো বলেন: হযরত ঈসা রুহুল্লাহ عَلَیْہِ السَّلَام এর নিকট একটি পাত্র ছিলো, তিনি সেই পাত্রটিও ফেলে দিলেন (অর্থাৎ নিজের নিকট রাখলেন না) যে, এটাও দুনিয়ার সম্পদ, এটা আমার প্রয়োজন নেই, আমি হাত দ্বারা পানি পান করে নিবো (কুতুল কুলুব, অনুবাদকৃত, খন্ড: , পৃষ্ঠা: ২২)