Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

মনে হয় যে, আমার তো কিছুই নেই, আমার কপালে তো ব্যস বঞ্চনা আর বঞ্চনাই, অথচ এমনটি হয়না, আল্লাহ পাক প্রত্যেককে তাঁর নেয়ামত দ্বারা ধন্য করেছেন, দুনিয়ায় এমন কোন মানুষ নেই যে, অসংখ্য নেয়ামতপ্রাপ্ত হয়নি, অবশ্য যদি কেউ অন্ধ হয়, লেংড়া হয়, বধির হয়, গরীব, ফকির হয়, এসবকিছু থেকে বঞ্চিত হওয়ার পরও তার নিকট কোটি কোটি টাকার নেয়ামত সব সময় বিদ্যমান থাকে, আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:

وَ اِنۡ تَعُدُّوۡا نِعۡمَۃَ اللّٰہِ لَا تُحۡصُوۡہَا ؕ

(পারা ১৪, সূরা নাহল, আয়াত ১৮)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যদি আল্লাহ অনুগ্রহসমূহ গণনা করো, তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না

 

          এই আয়াতে মুবারকার ব্যাপারে ঠান্ডা মাথায় চিন্তা করুন! এটা আসলেই সত্য, আল্লাহ পাক সকলকে এতই নেয়ামত দান করেছেন যে, আমরা চাইলেও সেগুলো গণনা করতে পারবো না, হাত আল্লাহ পাকে নেয়ামত, কান আল্লাহ পাকে নেয়ামত, পা আল্লাহ পাকে নেয়ামত, মাথা আল্লাহ পাকে নেয়ামত, মস্তিষ্ক আল্লাহ পাকে নেয়ামত, দেহের ভেতরের গঠন, হৃদয়, বক্ষ, শ্বাসযন্ত্র, পেট, অন্ত্র, এসবকিছু আল্লাহ পাকরই তো নেয়ামত, এসব নেয়ামতগুলো গণনা করা তো দূরের কথা, আমাদের অনেক সময় এসব নেয়ামতের নামও জানা নেই, জি হ্যাঁ! আমাদের দেহের ভেতরের গঠনের মধ্যে কতো অঙ্গাদি এমন রয়েছে, যেগুলো আমরা ব্যবহার তো করছি কিন্তু আমরা সেগুলোর নামও জানিনা, এসবকিছু আল্লাহ পাকে নেয়ামত তো বটেই