Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

স্বীকার হয়ে যায় * বন্ধুরা যখন সবাই একসাথে বসে তখন কোন একজনের ক্লাস শুরু করে দেয়, এতে শব্দগুচ্ছ অট্রহাসি দিয়ে মজা করে থাকে, তাদের এই বিষয়ে কোন অনুভূতি পর্যন্ত থাকে না যে, আমাদের বন্ধু যে প্রকশ্যে মুখ কেলিয়ে হাসছে, তার অন্তরে কি অতিবাহিত হচ্ছে? এভাবে সম্মান ক্ষুন্ন হয়ে থাকে আর সম্মুখস্ত ব্যক্তি অনেক সময় হীনমন্যতার স্বীকার হয়ে যায় * বিধবা মহিলার উপর যখন ঠাট্রার তীর ছুড়ে মারা হয় * যার কোন সন্তান নেই, তাকে জ্বালাময়ী কথা শুনানো হয়ে থাকে * নিজেদের সন্তানদের ভালো থেকে ভালো জিনিস যারা নিয়ে দেয় আর এতিমদের মাথায় হাত রাখে না * এতিমদেরকে যখন সমাজে অসহায় করে ছেড়ে দেয়া হয় তখন এই আচরণ সম্মুখস্ত ব্যক্তির মাঝে হীনমন্যতা সৃষ্টি হওয়ার কারণ হয়ে থাকে

১৫ বছর বয়সে চুল সাদা হয়ে গেলো...!

    * রমযানুল মুবারক, ১৪৪০ হিজরিতে আন্তর্জাতিক মাদানী মারকায ফয়যানে মদীনায় আসরের নামাযের পর মাদানী মুযাকারার অনুষ্ঠান ছিলো, এক ইসলামী ভাই কল করে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর খেদমতে প্রশ্ন করলেন: আমার বয়স ১৫ বছর, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, আমি কোথাও গেলে লোকেরা আমাকে নিয়ে মজা করে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! লোক কতো ঠাট্রা করে!! হয়তো এই ইসলামী ভাইও মানুষের হাসি ঠাট্রার কারণে হীনমন্যতার শিকার ছিলো, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ তাকে বুঝাতে গিয়ে বললেন: আল্লাহ পাকে ইচ্ছা, আল্লাহ পাকে সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকুন, মনে কষ্ট আনবেন না, মনে কষ্ট আনলো তো আপনি বঞ্চনার মনোভাবে শিকার হবেন এবং সামনে উন্নতী করা কঠিন হয়ে যাবে