Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

সেও যখন প্রথমবার বয়ান করেছিলো তখন তারও পা কেঁপেছিলো, তারও সংকোচবোধ হয়েছিলো কিন্তু সে পরিশ্রম করেছে, কষ্ট করেছে, অবিরাম চেষ্টা করেছে, অবশেষে তার কঠোর পরিশ্রম সার্থক হলো, আল্লাহ পাক তাকে দক্ষ মুবাল্লিগ বানিয়ে দিয়েছেন এভাবে প্রত্যেক ব্যক্তি যাদেরকে আমাদের দৃষ্টিতে সফল দেখা যায়, সেই সাফল্যের পেছনে রয়েছে পরিশ্রমের পরিপূর্ণ একটি গল্প কিন্তু আমরা তার পরিশ্রমগুলো দেখি না, শুধুমাত্র তার সফলতাকে দেখে হীনমন্যতার শিকার হয়ে যাই

আলীশান বাংলো কেনার আকাংক্ষা

    এক গরীব ব্যক্তি ছিলো, সে কোথাও দিয়ে অতিত্রুম করছিল, তার দৃষ্টি একটি আলীশান বাংলোর দিকে পড়লো, খুব সুন্দর প্রাসাদ ও আলীশান ভবন দেখে তার হৃদয় প্রলুব্ধ হলো, তার মনে স্পৃহা সৃষ্টি হলো আহ! কোনভাবে যদি আমি এরূপ একটি আলীশান ভবন বানাতে পারতাম। এখন সে ঐ আলীশান বাংলোতে নক করলো। দারওয়ান দরজা খুললো। গরীব লোকটি আবেদন করলো যে, আমি এই বাংলোর মালিকের সাথে দেখা করতে চাই। সুতরাং তাকে বাংলোর মালিকের কাছে নিয়ে যাওয়া হলো। গরীব লোকটি বাংলোর মালিককে জিজ্ঞাসা করলো: জনাব! আমিও এরূপ আলীশান ঘর বানাতে চাই, এর জন্য আমাকে কী করতে হবে? বাংলোর মালিক খুবই সহজ ও সরলভাবে উত্তর দিলো: চকলেটের বক্স কিনে ফুটপাতে বিক্রি করা শুরু করে দিন! গরীব লোকটি এই উত্তর শুনে অবাক হলো যে, আমি তাকে আলীশান বাংলো বানানোর পদ্ধতি জিজ্ঞাসা করছি আর সে আমাকে ফুটপাতে বসার পরামর্শ দিচ্ছে। অতএব সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো: জনাব! আমি আপনার কথা