Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

শেষ হয়ে গেছে, আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরপর থেকে কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী আসবে না

    মোটকথা: এই দুটি মর্যাদা ব্যতীত অবশিষ্ট সবই অর্জন করা সম্ভব মানুষ বড় হয়ে যা হতে চায় হতে পারবে, এর জন্য শুধুমাত্র ৩টি জিনিস প্রয়োজন: () বিশ্বাস () আগ্রহ এবং () পরিশ্রম

আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি দয়া হয়ে গেলো

    আল্লামা সাদ উদ্দীন মাসউদ ওমর তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বড় আলিমে দ্বীন, দরসে নিযামী (অর্থাৎ আলিম কোর্স) এ তাঁর লিখিত অনেক কিতাব পড়ানো হয়ে থাকে। আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কাযী শেরাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট পড়ালেখা করতেন আর তাঁকে ক্লাসে সবচেয়ে বেশি দূর্বল ছাত্র মনে করা হতো। তাঁদের সহপাঠিরা তাঁকে দূর্বল (স্মরন শক্তির) কারণে মজা করতো। তবুও আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাহস হারাননি এবং চেষ্টা ও পরিশ্রম সহকারে পড়া মুখস্ত করতেন, অতঃপর ভুলে যেতেন, পুনরায় মুখস্ত করতেন, এভাবে তিনি কঠোর পরিশ্রম করতে রইলেন। একবার তিনি পড়া মুখস্ত করাতে লিপ্ত ছিলেন, এরই মধ্যে এক অপরিচিত লোক আসলো আর বললো: মাসউদ! এসো! আমরা ঘুরতে যাই। আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ প্রতুত্তরে বললেন: আমাকে ঘুরাঘুরি করার জন্য সৃষ্টি করা হয়নি। এভাবে এতো অধ্যয়ন করার পরও আমার কিছু বুঝে আসতো না, আর আমি ঘুরাফেরায় কিভাবে সময় নষ্ট করতে পারি? এটা শুনে ঐ অপরিচিত লোক চলে গেলো, কিছুক্ষণ পর ঐ ব্যক্তিটিই আসলো, সে পুনরায় আল্লামা তাফতাযানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে ঘুরতে যাওয়ার দাওয়াত দিয়েছিলো, তিনি এবারও একই উত্তর দিলেন। কিছুক্ষণ পর তৃতীয়বার ঐ একই ব্যক্তি আসলো, এবার সে বললো: