Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আল্লাহর বান্দারা! ভাই ভাই হয়ে যাও...!

    একবার এক ব্যক্তি রাসূলে পাকে দরবারে উপস্থিত হলো, তার কোন প্রয়োজন ছিল আর সে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে আরয করতে চাচ্ছিলো কিন্তু যখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তার সামনে উপস্থিত হলেন তখন তার মাঝে নবুয়তের প্রভাব জারী হয়ে গেলো আর সে কাঁপতে লাগলো, তার এই অবস্থা দেখে নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: শান্ত হও! আমি (দুনিয়াবী বাদশাদের মতো অত্যাচারী) বাদশাহ নই, আমি কুরাইশদের মহিলার সন্তান যিনি মক্কায়ে মুকাররমায় থাকতেন আর শুকনো মাংস আহার করতেন

(আল মাওয়াহিবুল লাদুনিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০১)

    اَللهُ اَكْبَرُ হে আশিকানে রাসূল! অনুমান করুন! নবুয়তের যবান থেকে এই সুমধুর মিষ্টি কথা শুনে ব্যক্তির মন কিরূপ প্রশান্ত হয়ে গিয়েছিলো, তার অন্তরে ইশকে রাসূলের প্রদীপ কিভাবে জ্বলে উঠেছে

    হাদীসে পাকের অবশিষ্ট অংশ: হে আশিকানে রাসূল! ঐ ব্যক্তি যার উপর নবুয়তের প্রভাব পড়েছিল, যখন সে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রশান্তিময় বাণী শুনলেন তখন তার মাঝে যেই কম্পন সৃষ্টি অব্যাহত ছিল, তা বন্ধ হয়ে গেল, এখন সে নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে তার প্রয়োজনের কথা উপস্থাপন করলো। এরপর রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দাঁড়ালেন আর ইরশাদ করলেন: হে লোকেরা! নিশ্চয় আমার নিকট অহি প্রেরণ করা হয়েছে যে, তোমাদেরকে যেন বিনয় অবলম্বন করার নির্দেশ দিই। ব্যস বিনয় অবলম্বন করো! তোমাদের মধ্যে কেউ অপরের সাথে অন্যায় করোনা, কেউ কারো উপর অহংকার