Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

একজন ধনী ব্যক্তির সবচেয়ে বড় আশা

    একজন অনেক বড় ধনী ব্যক্তি ছিলো, তার চোখের পলক অর্থাৎ চোখের আবরণের চামড়া কাজ করা বন্ধ করে দিলো, এই স্বয়ংত্রিুয় (Automatic) পদ্ধতি, যা আল্লাহ পাক আমাদের দান করেছেন, সামান্য খড়কুটো চোখে এসে পড়ে, তখন চোখ নিজে নিজে বন্ধ হয়ে গেলো

    ধনী ব্যক্তির এই সমস্যা হলো যে, তার চোখের পাতার পেশী কাজ করা বন্ধ করে দিলো আর তার পলকের স্বয়ংত্রিুয় পদ্ধতি নিস্তেজ হয়ে গেলো অর্থাৎ সেটা নিজের ইচ্ছায় চোখ বন্ধ করতে পারছে না, দুনিয়ার ধনী লোক ছিলো, লক্ষ কোটি টাকা চিকিৎসার জন্য খরচ করলো কিন্তু কোন কাজ হলোনা একবার কেউ সেই ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করলো: জনাব! আপনার জীবনের সবচেয়ে বড় আশা কি? সে প্রশান্তভাবে বললো: আহ! আমি যদি আমার চোখ নিজের ইচ্ছায় খুলতে পারতাম

    গভীরভাবে ভাবুন! এটা আল্লাহ পাকে কতো বড় নেয়ামত, যা আমরা বিনামূল্যে পেয়েছি আমাদের চিন্তাধারা হলো আমরা আমাদের বঞ্চিত বিষয়াদির প্রতি মনোনিবেশ করে থাকি কিন্তু আল্লাহ পাকে নেয়ামতের প্রতি মনোনিবেশ করি না

হযরত রাবিয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর বিজ্ঞ বাণী

    হযরত রাবিয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا প্রসিদ্ধ অলিয়া, খুবই নেককার, ইবাদতগুজার ছিলেন, হযরত মুহাম্মদ বিন আমর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত রাবিয়া বসরিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর ঘর মুবারকে মোট ৬টি জিনিস ছিলো: (১) একটি মাদুর (২) একটি মটকা (৩) একটি পাত্র এবং (৪) একটি মোটা কাপড় ছিলো, তা পরিধান করে তিনি নামায আদায় করতেন এবং আরাম করতেন (৬-৫)