Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

Book Name:Ehsaas e Kamtri Ki Chand Wajohat Aur Ilaj

বুঝিনি...? বাংলোর মালিক বললো: সহজ সরল কথা, তুমি আমার ঘরের মতো ঘর কিনতে চাও, আমিও ফুটপাতে বসে চকলেট বিত্রিু করা শুরু করেছিলাম, তুমিও সেটা শুরু করো! আল্লাহ পাক আমাকে পরিশ্রমের প্রতিফল দান করেছেন, তোমাকেও অবশ্যই দান করবেন

    হে আশিকানে রাসূল! গভীরভাবে চিন্তা করুন! আলীশান বাংলোয় বসবাসকারী দুনিয়াবী দিক দিয়ে সফল লোকের পেছনে সাধনা কঠোর পরিশ্রমের কতো বড় গল্প ছিলো তেমনিভাবে আমরাও যাকে দেখে হীনমন্যতায় ভুগে থাকি, আমাদের উচিত যে, হীনমন্যতার শিকার না হওয়া বরং তার মতো আগ্রহ স্পৃহার সহিত, আত্মবিশ্বাসের সহিত ভালোভাবে মন লাগিয়ে কঠোর পরিশ্রম করা, اِنْ شَآءَ الله সফলতা আমাদের পদ চুম্বন করবে

মানুষ ও পশুর মাঝে একটি পার্থক্য

    আমরা একটু চিন্তা করি; মানুষ পশুর মাঝে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে পশু যা হওয়ার কথা সেটা হয়ে জন্ম নেয় আর মানুষ যা হওয়ার কথা তা বড় হয়ে তারপরই হয় উদাহরণস্বরূপ; ঘোড়া যখন জন্ম নেয় তখন ঘোড়াই ভূমিষ্ট হয়ে থাকে আর বড় হয়ে ঘোড়াই থাকে, কখনো কি আপনারা দেখেছেন ঘোড়া বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়েছে? এর বিপরীতে মানুষকে দেখুন তো! মানুষ যা হওয়ার কথা, তা এই দুনিয়াতে আসার পর বড় হওয়ার পরই হয়ে থাকে

    শুধুমাত্র দুটি স্তর যেগুলো অসম্ভব অর্থাৎ যা পরিশ্রমের মাধ্যমে অর্জন করা যায় না: (১) একটি হলো নবুয়ত (২) দ্বিতীয়টি হলো বেলায়ত। এই দুটি মর্যাদা আল্লাহ পাক যাকে চান দান করেন, বেলায়ত অর্জিত হতে পারে আর নবুয়ত তো